Image

২০২৫ এশিয়া কাপ ভারতে, বাংলাদেশে ২০২৭ এশিয়া কাপ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
২০২৫ এশিয়া কাপ ভারতে, বাংলাদেশে ২০২৭ এশিয়া কাপ

২০২৫ এশিয়া কাপ ভারতে, বাংলাদেশে ২০২৭ এশিয়া কাপ

২০২৫ এশিয়া কাপ ভারতে, বাংলাদেশে ২০২৭ এশিয়া কাপ

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সম্প্রতি ২০২৪-২০২৭ সময়কালে এসিসি ইভেন্টের স্পন্সরশিপ স্বত্বের জন্য বিজ্ঞাপন দিয়েছে। সেখানে এসিসির অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট বিবরণী দিয়ে এসিসি দরপত্র আহ্বান করেছে। 

এসিসির মূলত ৫ টি ইভেন্ট আছে- 

১. পুরুষ এশিয়া কাপ
২. নারী এশিয়া কাপ
৩. অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
৪. পুরুষ ইমার্জিং টিম এশিয়া কাপ
৫. নারী ইমার্জিং টিম এশিয়া কাপ 

দরপত্র আহ্বানের পত্রে এসিসি জানিয়েছে ২০২৫ পুরুষ এশিয়া কাপ হবে ভারতে টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০২৭ সালে ওয়ানডে ফরম্যাটে পুরুষ এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। 

২০২৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে নারী এশিয়া কাপ। ২০২৪, ২০২৫, ২০২৬, ২০২৭- টানা চার বছর মাঠে গড়াবে ওয়ানডে ফরম্যাটের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। 

২০২৪, ২০২৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের পুরুষ ইমার্জিং টিম এশিয়া কাপ মাঠে গড়াবে, ২০২৫ ও ২০২৭ সালে যা হবে ওয়ানডে ফরম্যাটে। 

নারী ইমার্জিং এশিয়া কাপ (টি-টোয়েন্টি ফরম্যাট) হবে ২০২৫ ও ২০২৭ সালে। 

পুরুষ এশিয়া কাপে প্রতি আসরে হবে ১৩ টি করে ম্যাচ, নারীদের এশিয়া কাপে ১৫ টি করে ম্যাচ, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৫ টি করে মুয়াচ, পুরুষ ইমার্জিং টিম এশিয়া কাপে ১৫ টি করে ম্যাচ ও নারী ইমার্জিং টিম এশিয়া কাপের প্রতি আসরে হবে ১৫ টি করে ম্যাচ। 

উল্লেখ্য, পুরুষ এশিয়া কাপের দুই আসর ছাড়া বাকি ইভেন্টগুলোর আয়োজকের নাম জানায়নি এসিসি। যদিও এসিসি এটাও জানিয়েছে যেকোন সময় তাঁরা পরিবর্তন আনতে পারে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three