Image

ওয়ানডের ১ নম্বর বোলার শাহীন শাহ আফ্রিদি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 22 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওয়ানডের ১ নম্বর বোলার শাহীন শাহ আফ্রিদি

ওয়ানডের ১ নম্বর বোলার শাহীন শাহ আফ্রিদি

ওয়ানডের ১ নম্বর বোলার শাহীন শাহ আফ্রিদি

আইসিসি প্লেয়ার র‍্যাংকিংয়ে রাজত্ব করছে পাকিস্তানের ক্রিকেটাররা। বহুদিন ধরেই ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষ ব্যাটারের জায়গাটা ধরে রেখেছিলো বাবর আজম। এবার অজি ব্যাটারদের কুপোকাত করে বোলিং র‍্যাংকিংয়ে ১ নম্বরে ফিরেছেন পেসার শাহীন শাহ আফ্রিদি।

অস্ট্রেলিয়া সিরিজে  ৩ ম্যাচে ১২.৬২ গড়ে ৮ উইকেট শিকার করেছেন শাহীন। এতে করে আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ১ নাম্বারে অবস্থান করছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬৯৬।  পাকিস্তানের আরেক পেসার হারিস রউফ ১৪ ধাপ এগিয়েছেন, আছেন ১৩তম স্থানে। 

বোলিং র‍্যাংকিংয়ে ২ নাম্বারে আছেন রাশিদ খান। গত সপ্তাহে শীর্ষে থাকা স্পিনার কেশব মহারাজ দুই ধাপ নিচে নেমে ৩ এ অবস্থান করছেন। এক ধাপ নেমে ৪ নাম্বারে আছেন কুলদীপ যাদব।

এদিকে বল হাতে ৯ ধাপ উন্নতি করেছেন মেহেদী হাসান মিরাজ। এখন তার অবস্থান ২৪ এ। মিরাজ উন্নতি করলেও অবনতি হয়েছে শরীফুলের।  ১০ ধাপ নেমে তিনি এখন ৩৪ নাম্বারে। অন্যদিকে মোস্তাফিজুর রহমান এগিয়েছেন ৬ ধাপ । 

আফগানিস্তান সিরিজের ভালো রান করায় নাজমুল হোসেন শান্ত আইসিসি ব্যাটারদের র‍্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়ে আছেন ২৪ নাম্বারে। মুশফিকুর রহিমের অবনতি হয়েছে ৭ ধাপ।

ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ এখন আছেন ৪ নাম্বারে। শীর্ষে আছেন মোহাম্মদ নবী। উন্নতি করেছেন ওমরজাই ও।

সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও প্রচুর পরিবর্তন হয়েছে। ইংল্যান্ডের ফিল সল্ট ২ এ এবং জস বাটলার ৬ এ আছেন ১ ধাপ এগিয়ে।  ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের অবস্থান ১০ম। ভারতের বিপক্ষে প্রোটিয়াদের চলমান সিরিজের জন্যেও এসেছে কিছু পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার রেজা হেন্ড্রিক্স ( ২ ধাপ এগিয়ে ১২ তম ) এবং ট্রিস্টান স্টাবস (১২ এগিয়ে ২৬ তম) ব্যাটার।

শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গা টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে চমক দেখিয়েছেন। ৪ ধাপ এগিয়ে আছেন ২ নাম্বারে।  ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেইন ৩ এ এবং ভারতের রবি বিষ্ণোই আছেন ৭ এ। এছাড়াও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার (৪ ধাপ এগিয়ে ১৩তম) এবং লকি ফার্গুসন (১০ ধাপ এগিয়ে ১৫তম), ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার (১০ ধাপ এগিয়ে ২১তম) বোলার। 

ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে ১ এ আছেন। হাসারাঙ্গা ১ ধাপ এগিয়ে পঞ্চম স্থানে আছেন। ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড চার ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three