Image

ভারতের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করতে রাজি পিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারতের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করতে রাজি পিসিবি

ভারতের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করতে রাজি পিসিবি

ভারতের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করতে রাজি পিসিবি

২০২৫ সালের পাকিস্তানে অনুষ্ঠাতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতে সমঝোতা করতে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। ভারতের ম্যাচগুলো দুবাই ও শারজায় খেলাতে আপত্তি নেই পিসিবির। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করতে রাজি পিসিবি। 

পিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র পিটিআইকে এ বিষয়ে জানিয়েছে,"পিসিবি মনে করে যে ভারত সরকার পাকিস্তান সফরের অনুমতি না দিলেও সূচিতে সামান্য রদবদল করা যেতে পারে। ভারত তাদের ম্যাচগুলো দুবাই বা শারজাহতে খেলানোর সম্ভবনা আছে।" 

বিসিসিআই কি সিদ্ধান্ত নিবে তারা পাকিস্তানে দল পাঠাবে কি না, তা নিশ্চিত করতে আইসিসিকে চাপ দিচ্ছে পিসিবি। সেই  সূত্র বলছে, "সরকারের অনুমতি পাওয়া কিংবা পাকিস্তানে দল পাঠাবে না, এ বিষয়ে বিসিসিআইয়ের কাছে লিখিত চায় পিসিবি।"

পিসিবির প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী বছর ১ মার্চ লাহোরে হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। নিরাপত্তার কারণে এই সূচিতে ভারতের সব ম্যাচের ভেন্যু লাহোর রাখা হয়েছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী গ্রুপ 'এ' তে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এবং গ্রুপ 'বি’ তে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।

Details Bottom
Details ad One
Details Two
Details Three