চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ‘হাইব্রিড মডেল’ হওয়ার সম্ভাবনা প্রবল
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ‘হাইব্রিড মডেল’ হওয়ার সম্ভাবনা প্রবল
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ‘হাইব্রিড মডেল’ হওয়ার সম্ভাবনা প্রবল
আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি। এরি মাঝে প্রকাশ পেয়েছে ম্যাচের খসড়া সময়সূচি। কিন্তু বেঁকে বসেছে ভারত। কোনোমতেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেনা ভারতীয় ক্রিকেট দল। এজন্য চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ পাকিস্তানের বাইরে অন্য একটি দেশেও আয়োজনের কথা ভাবছে আইসিসি।
৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নন্স ট্রফি, আর তা একক ভাবে প্রথম বারের মত আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। ৫০ ওভার ক্রিকেটের এই প্রতিযোগিতার একক আয়োজক স্বত্ব প্রদান করে গত ডিসেম্বরেই পিসিবির সঙ্গে চুক্তি করেছে আইসিসি। তাই পিসিবি থেকে আয়োজক স্বত্ব কেড়ে নিতে চাইছে না আইসিসি। তবে বিকল্প সমাধান হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়েজন হতে পারে হাইব্রিড মডেলে। এমন হলে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হতে পারে পাকিস্তানের বাইরে।
গতবছর এশিয়াকাপেও হাইব্রিড মডেলে ম্যাচ আয়োজন করেছিলো পাকিস্তান। ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কায়। ভারত বাদে পাকিস্তান সহ বাকিরা ম্যাচগুলো খেলেছিলো পাকিস্তানের মাটিতে। ফাইনাল হয়েছিল শ্রীলঙ্কায়। এশিয়াকাপের মত চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়োজন হতে পারে হাইব্রিড মডেলে।
পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ভারত পাকিস্তানে খেলতে আসবেনা বলেই বিকল্প পরিকল্পনা করছে আইসিসি। ১৯ থেকে ২২ জুলাই শ্রীলঙ্কার কলম্বোয় আইসিসির বার্ষিক সভা আছে। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
তবে এশিয়া কাপ হাইব্রিড মডেলে হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে এটা মানতে চাইবেনা পিসিবি। কারণ তারা টুর্নামেন্ট আয়োজন করতে চায় একক ভাবে। জিও নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, ‘হাইব্রিড মডেল’, ‘নিরপেক্ষ ভেন্যু’ বা ‘প্ল্যান বি’তে যেতে রাজি নয় পিসিবি। বরং পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভী শ্রীলঙ্কা অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক সভায় হাইব্রিড মডেলের ব্যাপারে শক্ত অবস্থান নিবেন।