Image

আইসিসির এপ্রিল মাসের সেরা হবার দৌড়ে মেহেদী হাসান মিরাজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসির এপ্রিল মাসের সেরা হবার দৌড়ে মেহেদী হাসান মিরাজ

আইসিসির এপ্রিল মাসের সেরা হবার দৌড়ে মেহেদী হাসান মিরাজ

আইসিসির এপ্রিল মাসের সেরা হবার দৌড়ে মেহেদী হাসান মিরাজ

এপ্রিল মাসের পারফরম্যান্সের ভিত্তিতে আইসিসি ঘোষিত ‘মাস সেরা খেলোয়াড়’ পুরস্কারের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত বোলিং এবং ব্যাটিং পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে আলাদা করে তুলে ধরেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্যসমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে মিরাজ ছিলেন দুর্দান্ত ফর্মে। প্রথম টেস্টেই ৫/৫২ এবং ৫/৫০ দুই ইনিংসে দশ উইকেট নিয়ে ম্যাচে আধিপত্য দেখান। এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে তুলে নেন গুরুত্বপূর্ণ ১০৪ রান এবং বল হাতে শিকার করেন আরও পাঁচটি উইকেট (৫/৩২)। পুরো সিরিজে মিরাজ মোট ১৫টি উইকেট নিয়েছেন মাত্র ১১.৮৬ গড়ে এবং রান করেছেন ৩৮.৬৬ গড়ে ১১৬ রান।

এই অলরাউন্ড কীর্তি তাকে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে এসেছে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও কিউই পেসার বেন সিয়ার্সের সঙ্গে। মুজারাবানি বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট মিলিয়ে মোট ১০ উইকেট শিকার করেন। তার গড় ছিলো ২০.৫০। প্রথম টেস্টে হয়েছেন প্লেয়ার অব দ্যা ম্যাচ।

অন্যদিকে নিউজিল্যান্ডের বেন সিয়ার্স পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাক টু ব্যাক ৫ উইকেট শিকার করেন। টুর্নামেন্টে মাত্র ৯.৩০ গড়ে ১০ উইকেট শিকার করে তিনি সিরিজ সেরা নির্বাচিত হন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three