Image

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন রোহিত শর্মা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 16 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন রোহিত শর্মা

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন রোহিত শর্মা

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন রোহিত শর্মা

ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সবচেয়ে দীর্ঘ ফরম্যাটে নিজের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন রোহিত।

ইনস্টাগ্রামে একটি পোস্টে রোহিত লেখেন, 'সবাইকে জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।'

'দেশের হয়ে সাদা জার্সিতে খেলা আমার জন্য গর্বের বিষয়। বছরের পর বছর যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি ওয়ানডে ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করতে থাকবো।'

৩৮ বছর বয়সী এই ব্যাটার ২০২২ সালে টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান এবং ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে নেতৃত্ব দেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।

রোহিতের অবসরের সিদ্ধান্তটি এসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক পাঁচ টেস্টের সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর। এই সিরিজে তিন টেস্ট খেলে মাত্র ৩১ রান সংগ্রহ করতে পারেন।

সিরিজের শেষ টেস্টে ফর্মহীনতার কারণে একাদশ থেকে নিজেই সরে দাঁড়ান রোহিত, যেখানে তার অনুপস্থিতিতে পেসার জাসপ্রীত বুমরাহ অধিনায়কের দায়িত্ব পালন করেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three