Image

নারী বিশ্বকাপ বাছাইপর্বে কবে কোন আম্পায়ারের দায়িত্ব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নারী বিশ্বকাপ বাছাইপর্বে কবে কোন আম্পায়ারের দায়িত্ব

নারী বিশ্বকাপ বাছাইপর্বে কবে কোন আম্পায়ারের দায়িত্ব

নারী বিশ্বকাপ বাছাইপর্বে কবে কোন আম্পায়ারের দায়িত্ব

পাকিস্তানে শুরু হতে চলা আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ কোয়ালিফায়ারের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে নাম আছে ২ জন বাংলাদেশী আম্পায়ারের। মাসুদুর রহমান মুকুল এবং সাথিরা জাকির জেসি।

১১ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তান মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন শন হেইগ এবং সাথিরা জাকির জেসি। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন শান্দ্রে ফ্রিটজ, টিভি আম্পায়ার হিসেবে থাকছেন লুবাবালো গকুমা এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ডোনোভান কচ।

একই দিনে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল এবং সালীমা ইমতিয়াজ। সালীমা গত বছর প্রথম পাকিস্তানি নারী হিসেবে আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে অন্তর্ভুক্ত হয়ে ইতিহাস গড়েন।

জিম্বাবুয়ের সারাহ দামবানেভানা ২০২৩ সালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে ইতিহাস সৃষ্টি করেন। তিনিও এই কোয়ালিফায়ারে প্রথম ম্যাচ পরিচালনা করবেন ১১ এপ্রিল আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। তার সঙ্গে থাকবেন লুবাবালো গকুমা।

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার ম্যাচ পরিচালনা করবেন ফয়সাল খান আফ্রিদি এবং ক্যান্ডেস লা বোর্ড। প্রথম ধাপের ম্যাচ শেষে পাকিস্তান বনাম স্কটল্যান্ড ম্যাচে আম্পায়ার হিসেবে থাকবেন ডোনোভান কচ ও ডেদুনু ডি সিলভা।

পুরো প্রতিযোগিতাজুড়ে ম্যাচ রেফারির দায়িত্ব ভাগ করে নেবেন শান্দ্রে ফ্রিটজ, ট্রুডি অ্যান্ডারসন এবং আলী নকভি।

শেষ দিনের ম্যাচগুলো হতে পারে টুর্নামেন্ট নির্ধারণী। ১৯ এপ্রিল পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ পরিচালনা করবেন সারাহ দামবানেভানা ও ডি সিলভা। একই দিনে ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের ম্যাচে আম্পায়ার থাকবেন মাসুদুর রহমান মুকুল ও সালীমা ইমতিয়াজ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three