Image

ধরমশালা থেকে ট্রেনে ফেরানো হচ্ছে খেলোয়াড়দের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ধরমশালা থেকে ট্রেনে ফেরানো হচ্ছে খেলোয়াড়দের

ধরমশালা থেকে ট্রেনে ফেরানো হচ্ছে খেলোয়াড়দের

ধরমশালা থেকে ট্রেনে ফেরানো হচ্ছে খেলোয়াড়দের

অপারেশন সিঁদুরের পর বন্ধ ধরমশালা বিমানবন্দর! আজ মাঝপথে আইপিএলের ম্যাচ হয়েছে পরিত্যক্ত। হিমাচল প্রদেশে থাকা পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং সম্প্রচার কর্মীদের সরিয়ে নেওয়ার জন্য বিসিসিআই একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করবে কাল। আপাতত দুই দলের ক্রিকেটাররা হোটেলে ফিরেছেন, তাঁরাও আতঙ্কের মধ্যে রয়েছেন।

শহরে একমাত্র বিমানবন্দর ধরমশালা এয়ারপোর্ট, সেটা বন্ধ থাকায় পাশ্ববর্তী বিমানবন্দর পর্যন্ত যেতে হবে সড়কপথেই। কারণ চণ্ডিগড় বিমানবন্দরও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড এবার কঠিন সিদ্ধান্ত নিল, ধরমশালা থেকে ট্রেনে ফেরানো হচ্ছে খেলোয়াড়দের। 

ধরমশালা থেকে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপদে সরিয়ে আনতে বন্দে ভারত এক্সপ্রেসের বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ধরমশালার সবচেয়ে কাছের বড় স্টেশন উনা থেকে খেলোয়াড়দের নিয়ে এই ট্রেন ছাড়বে।

উল্লেখ্য, আজ পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে চলছিল হাইভোল্টেজ ম্যাচ। পাঞ্জাব ব্যাট করছিল, ১০.১ ওভারে প্রথম উইকেটের পতন হয়। ঠিক সেই সময় হঠাৎ করে একটি ফ্লাডলাইট নিভে যায়। প্রথমে দর্শকরা ভেবেছিলেন কোনও যান্ত্রিক গোলযোগ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আরও দুটি লাইট টাওয়ার নিভে যায়। 

গ্যালারিতে তখন আতঙ্কের পরিবেশ তৈরি হয়। দ্রুত দর্শকদের স্টেডিয়াম খালি করতে বলা হয়। বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আইপিএল সম্পূর্ণ ভাবে বাতিল হয়ে যেতে পারে? বিসিসিআই এই বিষয়টি নিয়েও আলোচনা করছে আইপিএল ম্যানেজমেন্ট।

নিরাপত্তার খাতিরেই আজ ম্যাচ পরিত্যক্তের মতো কঠিন সিদ্ধান্ত নেয় আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলের মতো টুর্নামেন্টে এই ধরনের পরিস্থিতি খুব বিরল। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানান,

‘আমরা আপাতত হিমাচল প্রদেশের উনা স্টেশন থেকে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করছি। সবাইকে ধরমশালা থেকে ফেরানো হবে আপাতত। ম্যাচ বাতিল ঘোষণা করা হয়েছে এবং স্টেডিয়াম ফাঁকা করে দেওয়া হয়েছে। আমরা কালকে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব পরিস্থিতি খতিয়ে দেখে। এখন ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করাটাই আমাদের মূল ভাবনা।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three