আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত

আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত
আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত
এবার ভারতের আইপিএল আয়েজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনের সংযুক্ত আরব আমিরাতকে প্রস্তাব দিলেও, পূর্ব প্রতিশ্রুতির কথা জানিয়ে তা ফিরিয়ে দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
দেশটি আগেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের সম্মতি দিয়েছিল। ফলে একই সময়ে আইপিএলের ম্যাচ আয়োজন তাদের পক্ষে সম্ভব নয় বলে জানায় তারা।
সম্প্রতি কাশ্মীরের পাহালগামে ড্রোন হামলায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ক্ষয়ক্ষতি হয়। এর জেরে পাকিস্তান পিএসএলের বাকি অংশ ইউএই-তে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে, ভারতের ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের একটি ম্যাচ নিরাপত্তাজনিত কারণে বাতিল হয়ে যায়। এরপর বিসিসিআই এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করে এবং নতুন ভেন্যু খোঁজার উদ্যোগ নেয়।
ইতোমধ্যে চেন্নাই ও বেঙ্গালুরুর মতো শহরকে বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনায় নিয়েছে বিসিসিআই, যেগুলো সংঘাতপ্রবণ অঞ্চল থেকে দূরে। তবে চলতি বছরের শেষদিকে এশিয়া কাপ আয়োজন নিয়েও ভারতের দায়িত্ব থাকায় শিডিউল নিয়ে জটিলতা তৈরি হতে পারে।
পরিস্থিতি সামাল দিয়ে আইপিএলের বাকি ম্যাচ যথাসময়ে আয়োজন করাই এখন বিসিসিআইয়ের প্রধান চ্যালেঞ্জ।