পিএসএল দুবাইয়ে চলে গেলেও আইপিএল থাকবে বন্ধ

পিএসএল দুবাইয়ে চলে গেলেও আইপিএল থাকবে বন্ধ
পিএসএল দুবাইয়ে চলে গেলেও আইপিএল থাকবে বন্ধ
পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাতের কারণে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। পিএসএল অন্য দেশে নেওয়া হলেও পুরোপুরিভাবে স্থগিত থাকবে আইপিএল।
ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ক্রিকেটাঙ্গনে। পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে পর পর হামলা চলছে। পিসিবির চেষ্টায় পিএসএল অন্য দেশে সরিয়ে নেওয়া হলেও আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা।
যুদ্ধের আবহে ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখে পিএসএল দেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বাকি ৮ ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। লিগ পর্বের বাকি চারটি ম্যাচ ও প্লে-অফ পর্বের ম্যাচগুলোর সূচি শিগগিরই ঘোষণা করা হবে।
চলমান আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনায় ক্রিকেটার, কোচিং স্টাফসহ আইপিএলের সঙ্গে জড়িত সকলের নিরাপত্তা নিশ্চিতের জন্য টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে। লিগ পর্বের ১২টিসহ মোট ১৬ ম্যাচ বাকি রয়েছে ২০২৫ আইপিএলের।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিতব্য দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচটি নিরাপত্তাজনিত কারণে মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচ বাতিলের পর থেকেই শুরু হয় জোরালো গুঞ্জন আইপিএলের বাকি অংশ আদৌ অনুষ্ঠিত হবে কি না। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি করে পুরো টুর্নামেন্টই স্থগিত করা হলো।