আজ রাতেই পাকিস্তান ছেড়ে দুবাই যাচ্ছেন নাহিদ-রিশাদ

আজ রাতেই পাকিস্তান ছেড়ে দুবাই যাচ্ছেন নাহিদ-রিশাদ
আজ রাতেই পাকিস্তান ছেড়ে দুবাই যাচ্ছেন নাহিদ-রিশাদ
পাকিস্তান ও ভারতের মধ্যকার রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। খবর আসছে দুই দেশেরই একে অপরের ওপর হাম'লার। এমতাবস্থায় পিএসএল (পাকিস্তান সুপার লিগ) খেলতে পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা আজ রাতে পাকিস্তান ছেড়ে যাচ্ছেন দুবাইয়ে।
ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতময় পরিস্থিতিতে আক্রান্ত দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ। চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর, আজ রাতে পাকিস্তান ছাড়ছেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী দেশের দুই ক্রিকেটারকে নিয়ে এমন স্বস্তির খবর নিশ্চিত করেছেন।
রিশাদ, নাহিদ রানাকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যেতে বিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখে। আজও এক বিবৃতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, খেলোয়াড় ও বাংলাদেশের দুই সাংবাদিককে সর্বোচ্চ নিরাপত্তা ও নিরাপদ স্থানে সরিয়ে রাখতে পিসিবিকে অনুরোধ করেছেন তিনি।
লাহোর কালান্দার্স আর পেশোয়ার জালমির হয়ে রিশাদ ও নাহিদ রানা প্রথমবারের মতো বিদেশের লিগে খেলতে যান। রিশাদ ম্যাচ খেলার সুযোগ পেলেও বেঞ্চে বসেই পাকিস্তান পর্ব কাটিয়ে দেন নাহিদ রানা।
যুদ্ধের আবহে ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখে পিএসএল দেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বাকি ৮ ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। লিগ পর্বের বাকি চারটি ম্যাচ ও প্লে-অফ পর্বের ম্যাচগুলোর সূচি শিগগিরই ঘোষণা করা হবে।