Image

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলা, বন্ধ পিএসএল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলা, বন্ধ পিএসএল

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলা, বন্ধ পিএসএল

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলা, বন্ধ পিএসএল

ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতময় পরিস্থিতিতে আক্রান্ত দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে সবচেয়ে বেশি সমস্যায় এখন পাকিস্তান সুপার লিগ। রাতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ছিল পিএসএলের ম্যাচ, এর আগে স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা।

ভারত-পাকিস্তানে যুদ্ধের দামামা। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার শোধ নিতে ভারত বুধবার প্রথম প্রহরে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জবাবে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলা বর্ষণ করে। এরপর আজ কয়েক দফায় পাকিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ভারত। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে গতকাল বুধবার পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার এক দিন পর এই ঘটনা ঘটল। আর তাতেই শঙ্কার কবলে পিএসএল। 

পিএসএলের দুই দল পেশোয়ার জালমি এবং করাচি কিংসের ম্যাচ ছিল আজ বৃহস্পতিবার। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে রাত ৯টা থেকে তা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকালে আচমকা স্টেডিয়ামে ড্রোন হামলা হয় বলে অভিযোগ। ড্রোন হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একাংশ ভেঙে পড়েছে। 

ফলে সেখানে আপাতত আর ম্যাচের আয়োজন করা যাবে না। পিসিবি জানিয়েছে, পিএসএলের যে ক’টি ম্যাচ বাকি আছে, তা করাচি স্টেডিয়ামে হবে। বৃহস্পতিবার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, স্টেডিয়াম ও স্টেডিয়াম লাগোয়া এক হোটেল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। ম্যাচ অন্যত্র সরিয়ে দিতে বাধ্য হল পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

পাকিস্তানের সশস্ত্র বাহিনী গতকাল বুধবার রাত থেকে এখন পর্যন্ত দেশটিতে পাঠানো ২৫টি ইসরায়েলি হরপ ড্রোন ভূপাতিত করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three