Image

‘ভয়ংকর অবস্থা, বো'মা পড়বে বলছে সবাই’, আতঙ্কিত আইপিএলের চিয়ারলিডার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
‘ভয়ংকর অবস্থা, বো'মা পড়বে বলছে সবাই’, আতঙ্কিত আইপিএলের চিয়ারলিডার

‘ভয়ংকর অবস্থা, বো'মা পড়বে বলছে সবাই’, আতঙ্কিত আইপিএলের চিয়ারলিডার

‘ভয়ংকর অবস্থা, বো'মা পড়বে বলছে সবাই’, আতঙ্কিত আইপিএলের চিয়ারলিডার

‘নিরাপত্তা শঙ্কায়’ ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর আইপিএলের বাকি ম্যাচগুলো এক সপ্তাহের জন্য স্থগিত। তবে ধরমশালায় গত রাতের ম্যাচ বাতিল হওয়ার পর ভেন্যু থেকে এক চিয়ারলিডারকে আতঙ্ক নিয়ে ভিডিওতে বলতে শোনা যায়, ‘পরিস্থিতি খুবই ভীতিকর ছিল। সবাই বোমা আসছে বলে চিৎকার করছিল।’

যুদ্ধের আবহে ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চলমান আইপিএল ২০২৫-এর বাকি খেলাগুলি এক সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিতব্য দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচটি নিরাপত্তাজনিত কারণে মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়। স্টেডিয়ামে ব্ল্যাক-আউট জারি করা হলে খেলা চালিয়ে যাওয়ার পরিস্থিতি ছিল না।

হঠাৎ করেই স্টেডিয়ামে ব্ল্যাক-আউট এবং সব দর্শককে স্টেডিয়াম থেকে বার করে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার মাঝে আতঙ্কিত হয়ে পড়েন আইপিএলের এক চিয়ারলিডার। ম্যাচ বাতিলের পর মাঠ ছাড়ার সময় নিজেকে ক্যামেরাবন্দি করছেন চিয়ারলিডার। সেই সময় মাঠের পরিস্থিতিও তাঁর ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিওতেই তরুণীকে বলতে শোনা যায়, 

'খেলার মাঝে পুরো মাঠ খালি করা হচ্ছে। খুব ভয়ঙ্কর অবস্থা। বোমা পড়বে বলে সবাই চিৎকার করছে। আমরা তাড়াতাড়ি ধরমশালা ছেড়ে যেতে চাই। আশা করি আইপিএলের কর্মকর্তারা আমাদের কথা ভাববেন। পরিস্থিতি সত্যিই খুব ভীতিকর। জানি না কেন আমি এখনো কাঁদছি না। আমার ধারণা, এখনো স্তব্ধ অবস্থায় আছি।'

ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে ক্রিকেটাঙ্গনে। পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে পর পর হামলা চলছে। নিরাপত্তার খাতিরেই টুর্নামেন্ট স্থগিতের মতো কঠিন সিদ্ধান্ত নেয় আইপিএল কর্তৃপক্ষ।

Details Bottom