Image

চমক দিয়ে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 20 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চমক দিয়ে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড ঘোষণা

চমক দিয়ে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড ঘোষণা

চমক দিয়ে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড ঘোষণা

চমক দিয়ে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলে ফিরেছেন কেশব মহারাজ। দলে আছেন ওয়ানডেতে সুযোগ পাওয়া সেনুরান মুথুসামিও। তাছাড়া চোট থেকে ফিরে দলে যোগ দেবেন মুল্ডার। অভিষেকের অপেক্ষায় থাকা কারবিন বোশ ও কুয়েনা মাফাকাকে নেয়া হয়েছে দলে।

চলমান ওয়ানডে সিরিজের আগে চোটে পড়েছিলেন কেশব মহারাজ। চোট গুরুতর না হওয়ায় তাকে রাখা হয়েছে টেস্ট দলে। এদিকে উইয়ান মুল্ডারকে দলে রাখা হলেও তার চোট নিয়ে শঙ্কা এখনো কাটেনি। তিনি সুস্থ না হলে তার পরিবর্তে খেলতে পারেন ম্যাথিউ ব্রিটজ।

পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা টেস্ট দলে জায়গা পেয়েছেন  দুই আনক্যাপড পেসার কারবিন বোশ ও কুয়েনা মাফাকা। সবশেষ ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দারুণ পারফর্ম করে প্রথমবার জাতীয় দলে সুযোগ পাচ্ছেন বোশ। অন্যদিকে জেরাল্ড কোয়েটজির পরিবর্তে রাখা হয়েছে মাফাকাকে।

আগামী ২৬ ও ৩ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। একটি জয় পেলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালে জায়গা করে নেবে দক্ষিণ আফ্রিকা। তাই প্রোটিয়াদের জন্য সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। 

পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড:

টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, কারবিন বোশ, ম্যাথিউ ব্রিটজকে, টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কুয়েনা মাফাকা, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনা। 

দক্ষিণ-আফ্রিকা-পাকিস্তান টেস্ট সিরিজের সূচি- 

১ম টেস্ট- ২৬-৩০ ডিসেম্বর, সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ান
২য় টেস্ট- ৩-৭ জানুয়ারি, নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়াম, কেপ টাউন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three