Image

টি-টোয়েন্টি সিরিজে ক্ষুধার্ত ছিলেন মেহেদী হাসানরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 10 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টি সিরিজে ক্ষুধার্ত ছিলেন মেহেদী হাসানরা

টি-টোয়েন্টি সিরিজে ক্ষুধার্ত ছিলেন মেহেদী হাসানরা

টি-টোয়েন্টি সিরিজে ক্ষুধার্ত ছিলেন মেহেদী হাসানরা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ ৩-০ তে জিতল বাংলাদেশ। উইন্ডিজদের হোয়াইটওয়াশ করার মিশনে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ছিলেন শেখ মেহেদী, হয়েছেন সিরিজ সেরা। 

৩ ম্যাচে ১১ ওভার বল করে রান দিয়েছেন কেবল ৪৬, ইকোনমি কেবল ৪.১৮। ২, ৪, ২- ৩ ম্যাচে মোট ৮ উইকেট নিয়েছেন তো বটেই। ব্যাট হাতে শেষ ম্যাচে কোন বল মোকাবেলা না করেই রান আউট হওয়া মেহেদী বাকি ২ ম্যাচে করেছেন ২৬* ও ১১। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেন্ট ভিনসেন্টে দলে নিয়মিত ছিলেন না। তবে এই সিরিজে দাপট দেখিয়েছেন মেহেদী। ম্যাচ শেষে সিরিজ সেরার পুরষ্কার নিতে গিয়ে মেহেদী বলেন বিশ্বকাপের সময় দলে অনেক বিকল্প থাকাতে সুযোগ হয়নি।

মেহেদী বলেন, 'বিশ্বকাপের সময় আমাদের অনেক বিকল্প ছিল, তাই আমি খেলিনি। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা এখানেও কাজে লেগেছে। এই ধরণের উইকেটে বোলিং করতে আমি বেশ উপভোগ করেছি। আমরা সিরিজ শুরুর আগেই পরিকল্পনা করেছিলাম উইকেট টু উইকেট বোলিং করার।'

'আমি নিকোলাস পুরানের সঙ্গে বিপিএল এবং অন্যান্য লিগে খেলেছি, তাই জানি তিনি একজন কঠিন ব্যাটার, বিশেষত ডানহাতি অফস্পিনারের জন্য। তবে আমরা তাকে আউট করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করেছিলাম।'

ওয়ানডে সিরিজ ৩-০ তে হারার পর টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে ক্ষুধার্ত ছিল টাইগাররা। এই ক্ষুধা ধরে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো করার আশা মেহেদীর।

মেহেদী বলেন, 'ওয়ানডে সিরিজে আমাদের পারফরম্যান্স ভালো ছিল না, কিন্তু টি-টোয়েন্টি সিরিজে ছেলেরা ছিল অনেক ক্ষুধার্ত। আশা করি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ভালো করব।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three