ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
- 1
চমক দিয়ে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড ঘোষণা
- 2
নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 3
দুইজনের রান পুষিয়ে দিতে পেরে বেজায় খুশি ম্যাচসেরা জাকের আলি
- 4
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটল, সমাধান খুঁজে নিল আইসিসি
- 5
ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে ভারত জয় পেয়েছে ৮ উইকেটে। বাংলাদেশের দেয়া ৮০ রানের জবাবে মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌছে যায় ভারত।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে টসে হরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভা। ২৭ রানের জুটি ভেঙে ১৪ রান করে আউট হন ইভা। স্কোরবোর্ডে ১ রান যোগ করতেই ১০ রানে ফেরেন ছোঁয়া।
তারপরেই ভারতীয় বোলারদের বোলিং তোপে তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৩৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে জুনিয়র টাইগ্রেসরা। দলীয় ৪৬ রানের মাথায় হারায় আরো ২ উইকেট।
ফারজানা ইয়াসমিনের ২১ বলে ৮ এবং নিশিতা আক্তারের ১৭ বলে ১০ রানের ধীর গতির ইনিংসে অলআউট হওয়া থেকে রক্ষা পায় বাংলাদেশ। শেষ দিকে হাবিবা পিংকির ৪ বলে ১১ রানের ক্যামিওতে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা।
ভারতের হয়ে ৩ টি উইকেট পান আয়ুশি শুক্লা, ২ টি পান সোনাম যাদব।
৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে ভারত। মাঝখানে ২ টি উইকেট হারালেও জয় পেতে বেগ পেতে হয়নি ভারতের নারীদের। তৃষা গানগাধী ৪৫ বলে ৫৮ এবং নিকি প্রাসাদের ১৫ বলে ২২ রানে মাত্র ১২.১ ওভারে জয় তুলে নেয় ভারত।
বাংলাদেশের পক্ষে ২ উইকেট নেন আনিসা আক্তার সোবা।