Image

মিঠুন, তামিমের ফিফটিতে প্লে-অফে খুলনা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মিঠুন, তামিমের ফিফটিতে প্লে-অফে খুলনা

মিঠুন, তামিমের ফিফটিতে প্লে-অফে খুলনা

মিঠুন, তামিমের ফিফটিতে প্লে-অফে খুলনা

৭ ম্যাচ শেষে চার জয় পাওয়া খুলনা বিভাগ জায়গা করে নিল এনসিএল টি-টোয়েন্টির প্লে অফে। মোহাম্মদ মিঠুনের ৭১, আজিজুল হাকিম তামিমের ৬৬ রানের ইনিংসে খুলনা থামে ১৯৫ করে। রংপুরকে ১৬১'তে আটকে দিয়ে খুলনা ম্যাচ জিতল ৩৪ রানে। 

সিলেটের আউটার গ্রাউন্ডে এনসিএল টি-টোয়েন্টির আজ বিকালের ম্যাচে স্বস্তির জয় পেয়েছে নুরুল হাসান সোহানের দল। আর তাতেই জায়গা করে নিল এলিমিনেটর ম্যাচে, যেখানে প্রতিপক্ষ চট্টগ্রাম। 

বড় সংগ্রহ তাড়া করতে পারেনি রংপুর। দাপুটে বোলিংয়ে খুলনার ৩৪ রানের জয়। রংপুর অধিনায়ক আকবর আলির ব্যাট থেকে আসে ৫২ রান। আবদুল্লাহ আল মামুনের ২৭, ওপেনার তানভীর হায়দারের ২৬ রান ছাড়া আর কেউ খেলতে পারেননি বড় ইনিংস।

এর আগে খুলনার ব্যাটিং ইনিংসে নেমে টুর্নামেন্টে নিজের প্রথম ফিফটির দেখা পান মোহাম্মদ মিঠুন। আরও একটি পঞ্চাশ পূর্ণ করে আজিজুল হাকিম তামিম আউট হন ব্যক্তিগত ৬৬ রানে। ১৯ বলে ৪০ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন ইমরুল কায়েস। তামিম, মিঠুন, ইমরুলের অনবদ্য ব্যাটে চড়ে ১৯৫ রানের পাহাড়সম সংগ্রহ জমা করে খুলনা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three