পার্থে প্রথম টেস্ট খেলতে পারবেন না শুবমান গিল
- 1
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 2
প্রথম বলেই সাকিবের ৬, এরপর ডট দিয়ে আউট
- 3
তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মাহমুদউল্লাহর
- 4
পাকিস্তান সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা
- 5
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে ম্যাথু পটসকে ডাকল ইংল্যান্ড
পার্থে প্রথম টেস্ট খেলতে পারবেন না শুবমান গিল
পার্থে প্রথম টেস্ট খেলতে পারবেন না শুবমান গিল
নিউজিল্যান্ডের কাছে ৩-০ তে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত। কিন্তু পার্থে প্রথম টেস্টের আগে বড় দুঃসংবাদ পেয়েছে তারা। চোটের কারণে প্রথম টেস্ট মিস করতে চলেছেন শুবমান গিল।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, বা-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন গিল। শনিবার ভারতের সিমুলেটেড ট্রেনিং গেমের দ্বিতীয় দিনে গিল স্লিপে ক্যাচ নেওয়ার চেষ্টা করায় ফ্র্যাকচারটি হয়। তবে বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে গিলের ইনজুরি সম্পর্কে কিছু জানায়নি।
ক্রিকইনফো বুঝতে পেরেছে গিলের ফ্র্যাকচারটি ছোট হলেও প্রথম টেস্টটি মিস করার প্রবল সম্ভবনা রয়েছে তার। তবে খেলতে পারেন দ্বিতীয় টেস্ট থেকে। পার্থে গিলের অনুপস্থিতির অর্থ হল ভারতকে ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য তাদের ব্যাটিং পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে।
এদিকে প্রথম টেস্টের জন্য ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার প্রাপ্যতা সম্পর্কে এখনও কোনও নিশ্চিততা না থাকায় ভারতকে অন্য দুই টপ অর্ডার ব্যাটার নিয়ে খেলতে হবে। ভারতের জন্য বিকল্পগুলি হল কেএল রাহুল এবং অভিমন্যু ইশ্বরন এবং দেবদত্ত পাডিক্কল।
শুক্রবার ব্যাট করতে গিয়ে ডান কনুইতে আঘাত পান কেএল রাহুল। সেদিন আর ব্যাট না করলেও রবিবার নেটে ফিরেছেন তিনি। অভিমন্যু ভারতের ঘরোয়া ক্রিকেটে লাল বলের খেলায় চারটি সেঞ্চুরি করেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া এ-এর বিপক্ষে দুই ম্যাচে ০, ১৭, ৭ এবং ১২ রান করেছেন।
ভারতের এ দলের হয়ে খেলা দেবদত্ত পাড্ডিকলকে সিনিয়র দলের সঙ্গে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে তিন নম্বরে ভাবা হচ্ছে। তবে তার নাম চূড়ান্ত নয় অবশ্য। সব কিছু মিলিয়ে এখনো চূড়ান্ত হয়নি কে হতে পারেন শুবমান গিলের বিকল্প। তবে সব কিছু বিবেচনায় এগিয়ে আছেন কে এল রাহুল।