Image

ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানে হারল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানে হারল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানে হারল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানে হারল বাংলাদেশ

বাংলাদেশকে ২০১ রানে হারিয়ে অ্যান্টিগায় টেস্ট সিরিজ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। ৪৫০ রানের জবাবে ২৬৯ রানে প্রথম ইনিংস ঘোষণা বাংলাদেশের। এরপর তাসকিন আহমেদের ৬ উইকেটে স্বাগতিকরা পরের ইনিংসে গুটিয়ে যায় ১৫২ করতেই। ৩৩৪ রানের টার্গেট টপকাতে নেমে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩২ রানের বেশি করতে পারেনি। 

অ্যান্টিগা টেস্ট জিততে হলে শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে বাকি ৩ উইকেট। স্বীকৃতি ব্যাটসম্যান বলতে শুধু জাকের আলি অনিকই ছিলেন। এমন সমীকরণ নিয়ে আজ সকালে খেলতে নেমে বাংলাদেশ ব্যাট করতে পারে কেবল ৭ ওভার। ৩১ ওভারে ৭ উইকেটে ১০৯ রানে থাকা বাংলাদেশের যখন ৩৮ ওভারে ১৩২/৯, আলজারি জোসেফের আগের ওভারে বাউন্সারে আঘাত পাওয়া শরিফুল ইসলাম আর খেলা চালিয়ে যেতে পারছিলেন না। 

ফিজিও শরিফুলকে চেক করার পর টেল-এন্ডাররা খেলা বন্ধ করে পরাজয় বরণ করে নেন। ফলে ১৩২ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে ২০১ রানের বিশাল জয়। ৪র্থ দিনে দু'দলের ১৭ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে বল হাতে বাংলাদেশের অস্বাভাবিক প্রত্যাবর্তন সত্ত্বেও প্রথম ইনিংসের বিশাল লিড উইন্ডিজকে জিতিয়ে দিয়েছে ম্যাচ। 

সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ পরাজিত হলেও হাতে ১ উইকেট রেখে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৮১ রানে পিছিয়ে থাকা অবস্থায় প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলাররা। তাসকিনের ক্যারিয়ারসেরা বোলিংয়ে (৬/৬৪) ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৫২ রানে। 

লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রানের। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় আরেকটি টেস্ট হারল বাংলাদেশ। ৩১ ওভারে ৭ উইকেটে ১০৯ রানে থাকা বাংলাদেশ আজ পঞ্চম দিন খেলতে পারে কেবল ৭ ওভার। ২০১ রানে জিতল ওয়েস্ট ইন্ডিজ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three