Image

১৩ বছরের ভৈভব সুরিয়াবানশির দাম ১.১ কোটি রুপি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
১৩ বছরের ভৈভব সুরিয়াবানশির দাম ১.১ কোটি রুপি

১৩ বছরের ভৈভব সুরিয়াবানশির দাম ১.১ কোটি রুপি

১৩ বছরের ভৈভব সুরিয়াবানশির দাম ১.১ কোটি রুপি

মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে ডাক পেয়েছেন ভৈভব সুরিয়াবানশি। বিহারের ছেলে ভৈভব সুরিয়াবানশি একজন বাঁহাতি টপ-অর্ডার ব্যাটার। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রাজস্থান রয়্যালস তাকে দলে ভিড়িয়েছে ১ কোটি ১০ লক্ষ রুপিতে।

ভৈভব সুরিয়াবানশির বয়স ১৩ বছর ২৪৩ দিন। তিনি ইতোমধ্যেই ভারতের অনূর্ধ্ব ১৯ দলে খেলে সবার নজড় কেড়েছেন। তাছাড়া চেন্নাইয়ে চার দিনের ম্যাচে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯-এর বিপক্ষে সেঞ্চুরি করেছেন।

আইপিএলে ভৈভব সুরিয়াবানশির ভিত্তিমূল্য ধরা হয়েছিলো ৩০ লক্ষ্য রুপি। ভৈভব দলে নেয়ার জন্য লড়াই চলে দুই ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে। তবে শেষ পর্যন্ত সর্বোচ্চ বিড করে ভৈভব সুরিয়াবানশিকে দলে ভেড়ায় রাজস্থান। 

এ বছরের শুরুতে মুম্বাইয়ের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় ভৈভব সুরিয়াবানশির। রঞ্জি ট্রফিতেও অংশ নিয়েছেন এবং বর্তমানে বিহারের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে টি-টোয়েন্টি খেলছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three