আইভরিকোস্টকে ৭ রানে অলআউট করে নাইজেরিয়া জিতেছে ২৬৪ রানে
আইভরিকোস্টকে ৭ রানে অলআউট করে নাইজেরিয়া জিতেছে ২৬৪ রানে
আইভরিকোস্টকে ৭ রানে অলআউট করে নাইজেরিয়া জিতেছে ২৬৪ রানে
আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মাত্র ৭ রান করে বিশ্ব রেকর্ড গড়েছে আইভরিকোস্ট। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রান করে অলআউট হয়ে যায় দলটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সর্বনিম্ন স্কোর।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ডটি আগে ছিলো মঙ্গোলিয়ার দখলে। দুই মাস আগেই সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়া মাত্র ১০ রানে অলআউট হয়েছিল তারা।
রবিবার লগোসে আগে ব্যাট করে নাইজেরিয়া করে ৪ উইকেটে ২৭১ রান। ওপেনার সেলিম সালাউ খেলেন ৫৩ বলে ১১২ রানের ইনিংস। সুলাইমন রানসিউয়ি করেন ২৯ বলে ৫০ রান। আইজ্যাক ওকপে অপরাজিত থাকেন ৬৫ রানে।
২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৭.৩ ওভারেই ৭ রান করে অলআউট হন আইভেরিকোস্টের ব্যাটাররা। ওপেনার ওউত্তারা মোহাম্মদ ৬ বলে ৪ রান করে সর্বোচ্চ রান করেন। এই ম্যাচে আইভেরিকোস্টের ব্যাটারদের স্কোর, ৪,০,১,০,০,১,০,১,০,০*।
নাইজেরিয়ার বাঁহাতি স্পিনার আইজ্যাক ডানলাডি এবং প্রসপার ইউসেনি তিনটি করে উইকেট নেন। পিটার আহো দুটি এবং সিলভেস্টার ওকপে একটি উইকেট নেন।