Image

তাসকিনের জোড়া উইকেট, শরিফুল ফেরালেন ব্র্যাথওয়েটকে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তাসকিনের জোড়া উইকেট, শরিফুল ফেরালেন ব্র্যাথওয়েটকে

তাসকিনের জোড়া উইকেট, শরিফুল ফেরালেন ব্র্যাথওয়েটকে

তাসকিনের জোড়া উইকেট, শরিফুল ফেরালেন ব্র্যাথওয়েটকে

১৮১ রানে পিছিয়ে থেকেও বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে নতুন দিনের সকালে বল করতে মাঠে নামে। অ্যান্টিগায় আগের দিন বাংলাদেশকে অলআউট হতে দেননি তাসকিন-শরিফুল। ১২ রানের হার-না-মানা জুটিতে তারা শেষ করেন দিনের খেলা। আজ সকালে সবাইকে চমকে দিয়ে ব্যাটিংয়ে নামার বদলে তাসকিন আহমেদ হাতে নেন বল। সকালের প্রথম ঘন্টায় পেস তোপে বিপর্যস্ত করে দেন উইন্ডিজের ব্যাটিং লাইন। ৩৯ রানে ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

অ্যান্টিগায় আজ চতুর্থ দিনের প্রথম ঘন্টায় বাংলাদেশ বল করেছে ১১.২ ওভার, ৩৯ রান দিয়ে তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট। তাসকিন আহমেদের জোড়া শিকারের পর শরিফুল ইসলাম শিকার করেন ক্রেইগ ব্র্যাথওয়েটকে। দ্রুত উইকেট হারালেও স্বাগতিকদের বাড়ছে লিড। 

ইনিংসের তৃতীয় ওভারেই দলকে উইকেট উদযাপনের মুহূর্ত এনে দিতেন তাসকিন আহমেদ। কিন্তু দুর্ভাগ্য, শুরুতে ব্রেকথ্রু বঞ্চিত বাংলাদেশ। ৯ রানে থাকা উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের ক্যাচ ছেড়ে দেন প্রথম স্লিপে থাকা শাহাদাত হোসেন দিপু। তাসকিনের ফুল লেন্থের ডেলিভারি ডিফেন্ড করতে গিয়ে ব্র্যাথওয়েটের ব্যাট ছুঁয়ে ক্যাচ উঠে স্লিপে। সহজ ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন শাহাদাত দিপু। 

ব্যক্তিগত ৯ রানে নতুন জীবন পেয়ে ইনিংসে এগিয়ে নিতে থাকেন ক্রেইগ ব্র্যাথওয়েট। তবে তাসকিন আহমেদ নিজের পরের ওভারে এসে ঠিকই তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট। আউটসাইড এজে মিকাইল লুইস ক্যাচ হন লিটন দাসের গ্লাভসে। ১৮ বল খেলা লুইস ৮ রান নিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। দলীয় ২৫ রানে ভাঙে স্বাগতিকদের ওপেনিং জুটি।

তিনে নামা কেসি কার্টিকে নিয়ে এরপর দলের সংগ্রহ টানতে থাকেন ক্রেইগ ব্র্যাথওয়েট। কিন্তু ফের তাসকিনের আঘাত। ১৩ বলে ৩ রান করা কেসি কার্টিকে এবার ক্যাচ বানান সেকেন্ড স্লিপে থাকা মাহমুদুল হাসান জয়ের হাতে। ৯ রানে জীবন পাওয়া ক্রেইগ ব্র্যাথওয়েট নামের পাশে যখন রান ২৩, শরিফুলের বলে ক্যাচ হন জয়ের হাতে। ৩৯ রানে তৃতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three