বিশাল জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সমতা ফেরাল পাকিস্তান
-
1
৪ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া বিপিএল ম্যাচ
-
2
চট্টগ্রাম ছাড়াই বিপিএল, সিলেট ও ঢাকায় পুনর্নির্ধারিত সূচি
-
3
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বোলিং পরামর্শক লাসিথ মালিঙ্গা
-
4
আর্চারের প্রত্যাবর্তন, টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করল ইংল্যান্ড
-
5
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান, ঘোষণা হলো ১৫ সদস্যের দল
বিশাল জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সমতা ফেরাল পাকিস্তান
বিশাল জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সমতা ফেরাল পাকিস্তান
প্রথমে দুর্দান্ত বোলিং করে জিম্বাবুয়েকে মাত্র ১৪৫ রানে গুটিয়ে দিয়ে তারপর ব্যাট হাতে সাইম আইয়ুবের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডেতে ১৯০ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে সফরকারীরা। এই জয়ে জিম্বাবুয়ের সাথে সিরিজে ১-১ এ সমতা ফেরালো পাকিস্তান।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ডিওন মায়ার্স ৩৩ এবং ক্রেইগ আরভিন ১৮ রানে আউট হলে ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।
তারপর দলকে বিপদ থেকে উদ্ধার করতে চেষ্টা করেন শেন উইলিয়ামস। ৩৯ বলে ৩১ রানে তিনি ফিরলে কেউই আর দলের হাল ধরতে পারেনি। অভিষিক্ত আবরার আহমেদ ও সালমান আঘার বোলিং আক্রমণে মাত্র ৩২.৩ ওভারে ১৪৫ রান করে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
পাকিস্তানের হয়ে ৪ টি উইকেট পান আবরার আহমেদ, ৩ টি পান সালমান আঘা।
১৪৬ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন পাকিস্তানের দুই ওপেনার সাইম আইয়ুব এবং আব্দুল্লাহ শফিক। ৩২ বলে ফিফটির দেখা পান সাইম। সেঞ্চুরি পূর্ন করেন মাত্র ৫৩ বলে।
এই দুই ব্যাটারের নৈপুণ্যে মাত্র ১৮.২ ওভারে লক্ষ্য তাড়া করে ফেলে পাকিস্তান। ৬২ বলে ১৭ চার ও ৩ ছয়ে ১১৩ রানে অপরাজিত থাকেন সাইম আইয়ুব। ৪৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন শফিক। পাকিস্তান ম্যাচটি জিতে নেয় ১০ উইকেটে।
