Image

টি-টেনে জয়ের দেখা পেল সাকিবের বাংলা টাইগার্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টি-টেনে জয়ের দেখা পেল সাকিবের বাংলা টাইগার্স

টি-টেনে জয়ের দেখা পেল সাকিবের বাংলা টাইগার্স

টি-টেনে জয়ের দেখা পেল সাকিবের বাংলা টাইগার্স

টানা ২ ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখেছে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। আবু ধাবির টি-টেন লিগে দিল্লি বুলসকে ৭ উইকেটে পরাজিত করেছে তারা। লিভিংস্টোনের ঝড়ো ফিফটিতে দিল্লির দেয়া ১২৪ রান ২ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে বাংলা টাইর্গাস।

শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন দিল্লি বুলসের দুই ওপেনার। জেমস ভিন্স এবং রোভম্যান পাওয়েল তড়িৎ গতিতে রান তুলতে থাকেন। 

বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান চতুর্থ ওভারে বোলিংয়ে আসলে তার প্রথম বলেই ছক্কা হাঁকান পাওয়েল। পরের বলেই আবারো ছয়। তৃতীয় বলে পাওয়েল সিঙ্গেল নিয়ে জেমস ভিন্সকে স্ট্রাইক দিলে তিনিও বাউন্ডারি হাঁকান। পরের ২ বলে মারের আরো ২ টা চার। সাকিবের এক ওভার থেকেই এই দুই ব্যাটার তোলেন ২৫ রান।

শেষ দিকে দাসুন শানাকার এক ওভার থেকে ৩৩ রান নিয়ে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দিল্লি বুলস। ১৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন নিখিল চৌধুরি।

সাকিব উইকেট শূন্য থাকলেও বাংলা টাইগার্সের হয়ে ২ টি করে উইকেট শিকার করেন ডেভিড পাইন ও জশুয়া লিটল।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হজরতুল্লাহ জাজাই খেলেন ২৪ রানের ইনিংস। ১৪ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যান শানাকা। বাকি কাজটা শেষ করেন লিয়াম লিভিংস্টোন একাই। মাত্র ১৫ বলে ফিফটি তুলে নেন তিনি। সেই সাথে ম্যাচ জেতান দলকে। তার ইনিংসে ছিলো ৩ টি চার ও ৫ টি ছক্কার মার। ২ বল ও ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায় বাংলা টাইগার্স। এদিন ব্যাটিংয়ে নামতে হয়নি অধিনায়ক সাকিব আল হাসানকে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three