তাসকিনের ৬ উইকেট, বাংলাদেশ পেল ৩৩৪ রানের টার্গেট
-
1
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকির আকস্মিক মৃত্যু, শোক প্রকাশ বিসিবির
-
2
কোচ জ্যাকির মৃত্যুতে সাকিব-তাসকিনদের শোকবার্তা
-
3
ইমাদের ঘূর্ণিতে রাজশাহিকে আটকে দিল ঢাকা, ৫ উইকেটে জয়
-
4
বিপিএল খেলা ক্রিকেটারদের নিয়ে শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তান টিম ঘোষণা
-
5
মেলবোর্নে দুই দিনের অবিশ্বাস্য টেস্টে ইংল্যান্ডের চার উইকেটের জয়
তাসকিনের ৬ উইকেট, বাংলাদেশ পেল ৩৩৪ রানের টার্গেট
তাসকিনের ৬ উইকেট, বাংলাদেশ পেল ৩৩৪ রানের টার্গেট
১৪.১-১-৬৪-৬; টেস্ট ক্রিকেটে তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। টেস্ট ক্যারিয়ারে এই প্রথমবার ফাইফারের স্বাদ পেলেন তাসকিন আহমেদ। আর তাতেই নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের লক্ষ্য ৩৩৪ রানের।
শামার জোসেফকে বোল্ড করে তাসকিন আহমেদ পূর্ণ করেন ফাইফার। এরপর শেষ ব্যাটার কেমার রোচকে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ বানিয়ে নামের পাশে ৬ উইকেট লিখেন তাসকিন। অ্যান্টিগায় প্রথম টেস্ট জিততে বাংলাদেশের সামনে টার্গেট ৩৩৪ রানের।
১৮১ রানে পিছিয়ে থেকেও বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে নতুন দিনের সকালে বল করতে মাঠে নামে। অ্যান্টিগায় আগের দিন বাংলাদেশকে অলআউট হতে দেননি তাসকিন-শরিফুল। ১২ রানের হার-না-মানা জুটিতে তারা শেষ করেন দিনের খেলা। আজ সকালে সবাইকে চমকে দিয়ে ব্যাটিংয়ে নামার বদলে তাসকিন আহমেদ হাতে নেন বল। সকালের প্রথম ঘন্টায় পেস তোপে বিপর্যস্ত করে দেন উইন্ডিজের ব্যাটিং লাইন।
লাঞ্চ বিরতির পর বাকি ৭ উইকেট দ্রুতই দখলে নেন তাসকিন, মিরাজরা। ধুঁকতে থাকা উইন্ডিজ শেষপর্যন্ত গুটিয়ে যায় ১৫২ রানে।
