আমাদের শক্তিশালী হয়ে ফিরে আসার ভালো সুযোগ আছে: মিরাজ
- 1
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 2
প্রথম বলেই সাকিবের ৬, এরপর ডট দিয়ে আউট
- 3
তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মাহমুদউল্লাহর
- 4
পাকিস্তান সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা
- 5
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে ম্যাথু পটসকে ডাকল ইংল্যান্ড
আমাদের শক্তিশালী হয়ে ফিরে আসার ভালো সুযোগ আছে: মিরাজ
আমাদের শক্তিশালী হয়ে ফিরে আসার ভালো সুযোগ আছে: মিরাজ
আবারো ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়েও ক্যারিবিয়ানদের ১ ইনিংসের সমান রান করতে পারেনি টাইগাররা। এই হারে টেস্ট সিরিজে ১-০ তে পিছিয়ে পড়লো বাংলাদেশ।
হতশ্রী ব্যাটিং করলেও দ্বিতীয় ইনিংসে ভালো বল করেছে বাংলাদেশ। স্বাগতিকদের বেঁধে ফেলেছে মাত্র ১৫২ রানে। যাতে করে জয়ের একটা সম্ভাবনা তৈরি হয় বাংলাদেশের। টাইগার পেসার তাসকিন আহমেদ একাই ৬ উইকেট শিকার করেন ক্যারিবিয়ানদের।
নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে এই টেস্টে অধিনায়কত্ব করা মেহেদী হাসান মিরাজ ও বলছেন বাংলাদেশ ভালো বল করেছে। তবে হারের কারণ হিসাবে দায়ী করছেন প্রথম ইনিংসে কেমার রোচ ও জাস্টিন গ্রেভসের ১৪০ রানের জুটিকে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ এ ব্যাপারে বলেন, "আমি মনে করি আমরা ভালো বোলিং করেছি। তাসকিন ছয় উইকেট পেলেও তাদের মধ্যে ভালো জুটি ছিল। সেই ১৪০ রানের পার্টনারশিপ, আমি মনে করি এটাই ছিল টার্নিং পয়েন্ট।"
পরের ম্যাচে উন্নতি করে আরো শক্তিশালী করে ফিরে আসার প্রত্যাশা মিরাজের, "এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা কিছু ভুল করেছি, কিন্তু এটা খেলার একটি অংশ। এমন ঘটনা ঘটে। পরের ম্যাচের আগে আমাদের শক্তিশালী হয়ে ফিরে আসার ভালো সুযোগ আছে। আমাদের উন্নতি করতে হবে এবং পরের ম্যাচের জন্য আরও ভালো হতে হবে।"
পরের ম্যাচে কিভাবে ভালো করা যায় তা নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করবেন জানিয়ে মিরাজ বলেন, "আমরা নিজেদের মধ্যে আলোচনা করবো। আমাদের আক্রমণে ভালো পেসার আছে, তারা সত্যিই ভালো বোলিং করে। এই কন্ডিশনে আমাদের কিছু ভালো স্পিনারও আছে। এই টেস্টে আমরা দুই ইনিংসেই ভালো ব্যাট করতে পারিনি। আমরা চেষ্টা করবো কিভাবে পরের ম্যাচে ভালো করা যায়।"