বিসিবির কাছে কৃতজ্ঞতা প্রকাশ রংপুর রাইডার্সের
বিসিবির কাছে কৃতজ্ঞতা প্রকাশ রংপুর রাইডার্সের
বিসিবির কাছে কৃতজ্ঞতা প্রকাশ রংপুর রাইডার্সের
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনাল খেলেছে রংপুর রাইডার্স। ভিক্টোরিয়া ক্রিকেটকে হারিয়ে হয়েছে চ্যাম্পিয়নও। অথচ রংপুর ফাইনালে খেলতে পারবে কিনা সেটা নিয়েই ছিলো শঙ্কা। সেই শঙ্কা কাটানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কে ধন্যবাদ জানিয়েছে রংপুর রাইডার্স কতৃপক্ষ।
রংপুর রাইডার্সের ৩ খেলোয়াড় সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব এবং রিশাদ হোসেন আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দলে। ৮ তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ। তাই ফাইনালের আগেই দেশের ম্যাচ খেলার জন্য এই ৩ ক্রিকেটারকে সেন্ট কিটসে ডেকে পাঠায় বিসিবি।
তখনই ফাইনাল খেলা নিয়ে শঙ্কায় পড়ে রংপুর রাইডার্স। যেহেতু অতিরিক্ত খেলোয়াড় না নিয়ে মাত্র ১২ জন খেলোয়াড় নিয়ে গায়ানায় পাড়ি জমিয়েছিলো দলটি। তাই এই ৩ ক্রিকেটারকে ছাড়া ফাইনালে অংশ নিতে পারতো না রংপুর। ঠিক এই পরিস্থিতিতেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিসিবি। ৩ ক্রিকেটারের এনওসি ১ দিন বাড়িয়ে ফাইনাল খেলতে দিয়েছে বোর্ড।
এ কারণে বিসিবির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে রংপুর রাইডার্সের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে একটি পোস্ট করা হয়। সেখানে ফিলিং গ্রেটফুল জানিয়ে লেখা হয়,
"আলহামদুলিল্লাহ! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি বিশেষ কৃতজ্ঞতা। সকল বাংলাদেশি খেলোয়াড়দের গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টির ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করার জন্য!"
ভক্তদের উদ্দেশ্য করে আরো লেখা হয়, "আমাদের সমর্থন করে যান। আমরা সর্বদা আপনার দোয়া চাই!"