Image

উইন্ডিজকে পাত্তা না দিয়ে হ্যাটট্রিক জয়ে ইংল্যান্ডের সিরিজ নিশ্চিত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
উইন্ডিজকে পাত্তা না দিয়ে হ্যাটট্রিক জয়ে ইংল্যান্ডের সিরিজ নিশ্চিত

উইন্ডিজকে পাত্তা না দিয়ে হ্যাটট্রিক জয়ে ইংল্যান্ডের সিরিজ নিশ্চিত

উইন্ডিজকে পাত্তা না দিয়ে হ্যাটট্রিক জয়ে ইংল্যান্ডের সিরিজ নিশ্চিত

২ ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। গ্রস আইলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেট আর ৪ বল হাতে রেখে হারিয়েছে ইংলিশরা। এই জয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ৫ বছর পর সিরিজ জয়ের স্বাদ পেলো ইংল্যান্ড। 

টসে হেরে ব্যাট করতে নেমে ইংলিশ বোলার সাকিব মাহমুদের একের পর এক আঘাতে লন্ডভন্ড হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার। মাত্র ৩৭ রানে ৫ উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে ক্যারিবিয়ানরা। দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করেন অধিনায়ক রভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড। 

রভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ডের ৫৭ বলে ৭৩ রানের জুটিতে সে যাত্রায় বিপদ থেকে রক্ষা পায় ওয়েস্ট ইন্ডিজ। রভম্যান খেলেন ৪১ বলে ৫৪ রানের ইনিংস যা দলের হয়ে সর্বোচ্চ রান। অন্যদিকে রোমারিও আউট হন ২৮ বলে ৩০ রান করে। শেষ দিকে আলজারি জোসেফের ১৯ বলে ২১ রানে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে ক্যারিবিয়ানরা।

ইংলিশদের হয়ে ৩ টি করে উইকেট পান সাকিব মাহমুদ ও জেমি ওভারটন। ১ টি উইকেট শিকার করেন জোফরা আর্চার।

১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুতই প্যাভিলিয়নে ফিরে যান ৩ ইংলিশ ব্যাটার ফিল সল্ট, জশ বাটলার এবং জ্যাকব বেথেল। এরা প্রত্যেকেই আউট হন ব্যক্তিগত ৪ রান করে। ৩৩ বলে ৩২ রান করে উইল জ্যাকস আউট হলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৭৫ রান।

তারপর দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান স্যাম কারান ও লিয়াম লিভিংস্টোন। এই দুজনের জুটি থেকে আসে ২৬ বলে ৩৯ রান। ২৬ বলে ৪১ রানের উড়ন্ত ইনিংস খেলে বিদায় নেন স্যাম। লিভিংস্টোন করেন ২৮ বলে ৩৯ রান। শেষ ওভারে টের‍্যান্সের বলে বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রেহান আহমেদ। 

ক্যারিবিয়ানদের হয়ে ৪ টি উইকেট শিকার করেন আকেল হোসেন। তবে ৩টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাকিব মাহমুদ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three