স্কুলে পরীক্ষা, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নেই প্রোটিয়া নারী সেশনি নাইডু
স্কুলে পরীক্ষা, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নেই প্রোটিয়া নারী সেশনি নাইডু
স্কুলে পরীক্ষা, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নেই প্রোটিয়া নারী সেশনি নাইডু
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। এই সিরিজে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে একে অপরের মুখোমুখি হবে ইংলিশ এবং প্রোটিয়া নারীরা। স্কুলের পরীক্ষার কারণে এই সিরিজ মিস করতে চলেছেন সেশনি নাইডু।
আগামী ২৪, ২৭ এবং ৩০ নভেম্বর টি-টোয়েন্টি এবং ৪,৮ এবং ১১ ডিসেম্বর ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ থেকে ১৮ ডিসেম্বর ব্লুমফন্টেইনে একটি মাত্র টেস্টও অন্তর্ভুক্ত রয়েছে এই সফরে। টেস্টের দল পরবর্তীতে ঘোষণা করবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
মারিজান ক্যাপ এবং আয়াবোঙ্গা খাকাকে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হবে। তাদের পরিবর্তে দলে যোগ দেবে পেসার এলিজ-মারি মার্কস এবং অলরাউন্ডার নন্ডুমিসো শাঙ্গাস। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরবেন ক্যাপ ও খাকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াডে উইকেটরক্ষক-ব্যাটার মিকে ডি রিডার ও থাকছেন না এই সিরিজে। ডি রাইডারের স্থলাভিষিক্ত করা হয়েছে টুনিক্লিফকে। অন্যদিকে পরীক্ষার কারণে ইংল্যান্ড সিরিজে অংশ না নিলেও পরীক্ষা শেষে জানুয়ারিতে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিবেন নাইডু।
দক্ষিণ আফ্রিকার অন্তর্বর্তীকালীন কোচ ডিলন ডু প্রিজ আপাতত দলের পরিচালনা চালিয়ে যাবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলার শক্তিমত্তা ইংল্যান্ডের বিপক্ষেও চালিয়ে যাবেন জানিয়ে কোচ বলেন,
"আমরা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যেভাবে এগিয়েছিলাম সেভাবেই এগোতে চাই। যদিও পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ দুই বছরের মধ্যে, তবুও আমরা একটি দল হিসেবে বড় হতে চাই । আমরা নিজেদের প্রমাণ করার জন্য টি-টোয়েন্টি সিরিজে এক বা দুইজন খেলোয়াড়কে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি"
দক্ষিণ আফ্রিকার নারী টি-টোয়েন্টি স্কোয়াড:
লরা উলভার্ট (অধিনায়ক), অ্যানেকে বোশ, তাজমিন ব্রিটস, নাদিন ডি ক্লার্ক, অ্যানেরি ডারকসেন, আয়ন্দা হুলুবি, সিনালো জাফতা, সুনে লুউস, এলিজ-মারি মার্কস, ননকুলুলেকো এমলাবা, তুমি সেখুখুনে, ননদুমিসো শাংগাসে, চোলে ট্রায়ন, ফায়ে টুনিক্লিফ,
দক্ষিণ আফ্রিকার নারী ওয়ানডে স্কোয়াড:
লরা উলভার্ট (অধিনায়ক), অ্যানেকে বোশ, তাজমিন ব্রিটস, নাদিন ডি ক্লার্ক, অ্যানেরি ডারকসেন, মাইকে ডি রিডার, লারা গুডাল, আয়ান্ডা হুলুবি, সিনালো জাফতা, মারিজান ক্যাপ, আয়াবোঙ্গা খাকা, মাসাবাটা ক্লাস, সুনে লুউস, ননকুলুলেকো এমলাবা, চোলে ট্রায়ন।