Image

বাংলাদেশ সফরের জন্য আয়ারল্যান্ডের দুই দল ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ সফরের জন্য আয়ারল্যান্ডের দুই দল ঘোষণা

বাংলাদেশ সফরের জন্য আয়ারল্যান্ডের দুই দল ঘোষণা

বাংলাদেশ সফরের জন্য আয়ারল্যান্ডের দুই দল ঘোষণা

চলতি নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী দল। বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আইরিশ মেয়েরা। আসন্ন এই সফরের জন্য গ্যাবি লুইসকে অধিনায়ক করে দুই ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। দলে থাকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ হিসাবে আছেন লরা ডেলানি। 

আয়ারল্যান্ড নারী দলের নতুন স্থায়ী অধিনায়ক গ্যাবি লুইস এই মাসের শেষের দিকে বাংলাদেশে একটি তরুণ স্কোয়াডের নেতৃত্ব দেবেন। গত মাসে নেতৃত্বের ভূমিকায় নিশ্চিত হন লুইস, পূর্ণমেয়াদে দায়িত্ব পাওয়ার পর এটিই তার অধিনায়ক হিসেবে প্রথম সফর। 

ওয়ানডে স্কোয়াড:গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারা ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুইরে, জেন ম্যাগুইরে, কারা মারে, লেয়া পল, অরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, এলিস টেক্টর। 

টি-টোয়েন্টি স্কোয়াড:গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারা ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুইরে, জেন ম্যাগুইরে, কারা মারে, লেয়া পল, অরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, রেবেকা স্টোকেল

আগামী ২২শে নভেম্বর ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড নারী দল। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করবে মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। মিরপুর হোম অব ক্রিকেটে ২৭ নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলে লাইভ-স্ট্রিমিং করা হবে ম্যাচগুলো। 

২৭ তারিখ প্রথম ওয়ানডে, সিরিজের পরের দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ৫০ ওভারের সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ১০টা থেকে। ২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ এই ওয়ানডে সিরিজ। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৫ ডিসেম্বর। বাকি দুই ম্যাচ ৭ ও ৯ ডিসেম্বর। 

আয়ারল্যান্ড নারী দলে বাংলাদেশ সফর সূচি-

২৭ নভেম্বর- ১ম ওয়ানডে, মিরপুর, সকাল ১০টা 
৩০ নভেম্বর- ২য় ওয়ানডে, মিরপুর, সকাল ১০টা 
২ ডিসেম্বর- ৩য় ওয়ানডে, মিরপুর, সকাল ১০টা 

৫ ডিসেম্বর- ১ম টি-টোয়েন্টি, সিলেট, দুপুর ২টা
৭ ডিসেম্বর- ২য় টি-টোয়েন্টি, সিলেট, দুপুর ২টা
৯ ডিসেম্বর- ৩য় টি-টোয়েন্টি, সিলেট,  সকাল ১০টা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three