Image

মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাটের অংশ দিয়ে বানানো ট্রফি, লড়াইয়ে নামবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাটের অংশ দিয়ে বানানো ট্রফি, লড়াইয়ে নামবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড

মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাটের অংশ দিয়ে বানানো ট্রফি, লড়াইয়ে নামবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড

মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাটের অংশ দিয়ে বানানো ট্রফি, লড়াইয়ে নামবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড

'বিশেষ ট্রফি' জয়ের লক্ষ্যে বৃহস্পতিবার টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ট্রফিটি এই দুই দেশের প্রায়াত কিংবদন্তি ক্রিকেটার মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাটের অংশ দিয়ে বানানো হয়েছে বলে ট্রফিটি বিশেষ কিছু। নাম রাখা হয়েছে ক্রো-থর্প ট্রফি।

ক্রো-থর্প ট্রফি বানানো হয়েছে কাঠ দিয়ে। মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাটের অংশ দিয়ে ট্রফিটি বানাতে সহযোগিতা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং প্রয়াত এই দুই ক্রিকেটারের পরিবার।
 
ট্রফির নকশা করেছে মাহু ক্রিয়েটিভ নামের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ক্রাইস্টচার্চ টেস্ট শুরুর আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে ক্রো-থর্প ট্রফি। এখন থেকে এই দুই ক্রিকেটারের নামেই পরিচিত হবে দুই দেশের টেস্ট লড়াই।

নিউজিল্যান্ডের মার্টিন ক্রো ৭১ টেস্টে রান করেছেন ৫৪৪৪।  দীর্ঘদিন ক্যানসারের সাথে লড়াই করে অবশেষে ২০১৬ সালে ৫৩ বছর বয়সে পরপারে পারি জমান এই ক্রিকেটার। ইংল্যান্ডের গ্রাহাম থর্প ১০০ টেস্টে ৬৭৪৪ রান করেছেন। আত্মহত্যা করে তিনি মারা যান ৫৫ বছর বয়সে। 

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান স্কট উইনিংক বলেন, "আমরা চাই বর্তমান প্রজন্ম গ্রাহাম ও মার্টিনের মতো তাঁদের সব পূর্বসূরিদের ধারণ করুক। এই ভেবে ভালো লাগছে যে আমরা তাঁদের লেগেসিকে সম্মান দিতে পারছি। আমাদের ছেলেদের দুই দল তাঁদের নামাঙ্কিত ট্রফি জিততে খেলবে, এর চেয়ে সম্মানের আর কী হতে পারে।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three