অধিনায়ক তামিমের অলরাউন্ড নৈপুণ্যে ভারতকে হারাল বাংলাদেশ
- 1
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 2
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে ম্যাথু পটসকে ডাকল ইংল্যান্ড
- 3
প্রথম বলেই সাকিবের ৬, এরপর ডট দিয়ে আউট
- 4
পাকিস্তান সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা
- 5
তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মাহমুদউল্লাহর
অধিনায়ক তামিমের অলরাউন্ড নৈপুণ্যে ভারতকে হারাল বাংলাদেশ
অধিনায়ক তামিমের অলরাউন্ড নৈপুণ্যে ভারতকে হারাল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মূল পর্ব শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ২১৭ রানের সংগ্রহ পাওয়া বাংলাদেশের যুবারা ম্যাচ জিতেছে ২৭ রানে। অলরাউন্ড পারফর্ম্যান্সে দলের জয়ের নায়ক অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রোমাঞ্চকর জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। প্রথমে ব্যাট হাতে খেলেন সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস। এরপর বোলিংয়েও তামিমের বাজিমাত। মাত্র ১৫ রান খরচায় দখলে নেন ৪ উইকেট।
অধিনায়ক আজিজুল হাকিম তামিমের অলরাউন্ড পারফরম্যান্সের জন্য সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী ভারতকে ২৭ রানে পরাজিত করে আসন্ন এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভালো প্রস্তুতি নিয়েছে।
জুনিয়র টাইগাররা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে ৫০ ওভারে ৭ উইকেটে করে ২১৭ রান। অধিনায়ক তামিমের ৭৫ রানের ইনিংস ছাড়া দেবাশিস সরকারের ব্যাট থেকে আসে ৪০ রান।
এরপর বোলিংয়েও বাংলাদেশ দুর্দান্ত। চমকপ্রদ পারফর্ম্যান্স দেখান অধিনায়ক তামিম। মাত্র ১৫ রান খরচায় শিকার করেন ভারতের ৪ উইকেট। যার ফলে ৩৯.৫ ওভারে ১৯০ রানে থামল ভারতের ইনিংস। সিদ্ধার্থ অপরাজিত ৫৬ রান করে দলের হারের ব্যবধান কমিয়েছেন। রাফিউজ্জামান রাফি পান দুই উইকেট।
টুর্নামেন্টের গ্রুপ 'বি' তে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। ২৯ নভেম্বর দুবাইয়ে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৪ এর উদ্বোধনী খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। এক দিন পর ১ ডিসেম্বর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে নেপালের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ৩ ডিসেম্বর। যেখানে জুনিয়র টাইগারদের সাথে লড়াইয়ে নামবে লঙ্কানরা। গ্রুপ পর্বের তিন ম্যাচ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। ৮ ডিসেম্বর দুবাইয়ে ফাইনালের আগে সেমিফাইনালে (৬ ডিসেম্বর) খেলার সুযোগ পাবে দুই গ্রুপের শীর্ষ চার দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল-
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), রিফাত বেগ, সামিউন বাসির রাতুল, দেবাশিষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল (উইকেটকিপার), মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য (উইকেটকিপার), সাদ ইসলাম রাজিন।