নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডে ডিওন ন্যাশ নির্বাচিত হয়েছেন
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডে ডিওন ন্যাশ নির্বাচিত হয়েছেন
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডে ডিওন ন্যাশ নির্বাচিত হয়েছেন
নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক অলরাউন্ডার ডিওন ন্যাশ। এই পদে মার্টিন স্নেডেনের রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করেছেন ন্যাশ। মার্টিন স্নেডেন ছিলেন খেলোয়াড়, প্রধান নির্বাহী, বোর্ড সদস্য, বোর্ডের চেয়ারম্যান এবং আইসিসি ডিরেক্টর। না না ভূমিকায় দীর্ঘ এই দায়িত্ব পালনের পর অবসরে গেছেন স্নেডেন।
নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান ডায়ানা পুকেপাতু-লিন্ডন বলেছেন, "মার্টিন যখন পদত্যাগ করছেন এমন সময়ে ডিওনের মত ক্রিকেট এবং ব্যবসায়িক অভিজ্ঞতা সম্পন্ন কারো বোর্ডে আসাটা ভালো। ডিওনের শুধুমাত্র ক্রিকেট খেলার জন্য নয় কিন্তু ক্রিকেটের ব্যবসার প্রতি একটি দৃঢ় আগ্রহ রয়েছে এবং এটি আমাদেরকে ভাল অবস্থানে দাঁড়াতে সাহায্য করবে।"
নিউজিল্যান্ড ক্রিকেট দলে ডিওন ন্যাশ ১৯৯৩ থেকে ২০০২ পর্যন্ত মোট ৩২ টি টেস্ট এবং ৮১ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তাছাড়া ২০০০ সালে আইসিসি নকআউট ট্রফিতে নিউজিল্যান্ডের শিরোপা জয়ী দলের অংশ ছিলেন তিনি। যেটিকে পরে চ্যাম্পিয়ন্স ট্রফি নাম দেয়া হয়েছে। ডিওন তার পঞ্চম টেস্টে লর্ডসে হাফ সেঞ্চুরি করেন এবং দশ উইকেট নেন।
১৯৯৯ সালের শুরুর দিকে নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক স্টিফেন ফ্লেমিং ইনজুরড হলে ন্যাশ সাতটি ওয়ানডে ও তিনটি টেস্টের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর ২০০৫ সালে দলের নির্বাচক হিসেবে নিযুক্ত হন।