Image

গুরবাজ, ডি কককে দলে নিয়েছে কোলকাতা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
গুরবাজ, ডি কককে দলে নিয়েছে কোলকাতা

গুরবাজ, ডি কককে দলে নিয়েছে কোলকাতা

গুরবাজ, ডি কককে দলে নিয়েছে কোলকাতা

জেদ্দায় ২০২৫ আইপিএল নিলামের প্রথম দিনে এখন অবদি কোলকাতা নাইট রাইডার্স সবচেয়ে বেশি ২৩.৭৫ কোটি রুপি খরচ করেছে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিতে। এরপর তারা দলে ভিড়িয়েছে প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কককে। আগের আসরে খেলা রহমানউল্লাহ গুরবাজ ফিরলেন কেকেআরে। 

২০২৫ আইপিএল মেগা নিলাম*- কোলকাতা নাইট রাইডার্স

ভেঙ্কটেশ আইয়ার-  ২৩.৭৫ কোটি রুপি
কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)-  ৩.৬০ 
রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)-  ২.০০ 
আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)-  ৬.৫০

কোলকাতা নাইট রাইডার্সের রিটেইন ক্রিকেটার-
রিংকু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারাইন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হারশিত রানা (৪ কোটি) ও রমনদ্বীপ সিং (৪ কোটি)।

রিটেইন না করলেও ড্রাফট টেবিলে ভেঙ্কটেশ আইয়ারকে নেওয়ার জন্য ২৩.৭৫ কোটি রুপি খরচ করল কেকেআর। তাকে দলে নিতে লড়াই করতে হয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজির সাথে। ভেঙ্কটেশের বেস প্রাইস ছিল ২ কোটি রুপি। কিন্তু বেঙ্গালুরুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি কোলকাতার। এবারের মেগা নিলামে এখন অবদি সবচেয়ে বেশি মূল্যে দল পাওয়া ক্রিকেটারদের মধ্যে ভেঙ্কটেশ তৃতীয়।

এরপর সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে বিডিং লড়াই করে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার কুইন্টন ডি কককে ৩.৬০ কোটি ভারতীয় রুপি দিয়ে দলে টেনেছে কোলকাতা। বেস প্রাইস ২ কোটিতে রহমানউল্লাহ গুরবাজ যান আগের ঠিকানা কোলকাতাতে। 

প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়াকে দলে পেতে কেকেআরের খরচ করতে হয় ৬.৫০ কোটি রুপি। লখনৌ সুপার জায়ান্টস প্রথম প্যাডল তোলে নরকিয়ার জন্য। তবে শেষ পর্যন্ত লড়াইয়ে টিকতে পারেনি লখনৌ। আনরিখ নরকিয়াকে নিয়ে পেস আক্রমণ শক্তিশালী করে কেকেআর। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three