মুস্তাফিজ-গ্রিন-পাতিরানাদের নিয়ে গড়া দেখে নিন কলকাতার সম্পূর্ণ স্কোয়াড

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 9 মিনিট আগে
মুস্তাফিজ-গ্রিন-পাতিরানাদের নিয়ে গড়া দেখে নিন কলকাতার সম্পূর্ণ স্কোয়াড

মুস্তাফিজ-গ্রিন-পাতিরানাদের নিয়ে গড়া দেখে নিন কলকাতার সম্পূর্ণ স্কোয়াড

মুস্তাফিজ-গ্রিন-পাতিরানাদের নিয়ে গড়া দেখে নিন কলকাতার সম্পূর্ণ স্কোয়াড

মঙ্গলবার আবুধাবিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামে কলকাতা নাইট রাইডার্স তাদের দলকে নতুন রূপ দিয়েছে। এবারের নিলামে সবচেয়ে আলোচিত বিষয় ছিল অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে নেওয়া। কলকাতা তাকে কিনতে ২৫ কোটি ২০ লাখ রুপি খরচ করে, যা ইতিহাসে সর্বোচ্চ ব্যয়বহুল বিদেশি প্লেয়ারের রেকর্ড।

এছাড়াও, দলের পরিকল্পনায় মাথিশা পাথিরানার জন্য ব্যয় হয়েছে ১৮ কোটি রুপি, আর বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে আনার জন্য খরচ হয়েছে ৯ কোটি ২০ লাখ রুপি। কেকেআরে এর আগে বাংলাদেশের সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও লিটন দাস খেলেছেন।

কলকাতা নাইট রাইডার্স-
আজিঙ্কা রাহানে, অংকৃষ রঘুবংশী, অনুকুল রায়, হার্ষিত রানা, মানিশ পান্ডে, রমণদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথিশা পাথিরানা, তেজস্বি সিং, কার্তিক তিয়াগি, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠি, টিম সেইফার্ট, মুস্তাফিজুর রহমান, সার্থক রঞ্জন, ডাকশ কামরা, রচিন রবীন্দ্র, আকাশ দীপ