২০২৪ সালের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ব্রুক, বুমরাহ, হেড ও রুট
২০২৪ সালের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ব্রুক, বুমরাহ, হেড ও রুট
২০২৪ সালের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ব্রুক, বুমরাহ, হেড ও রুট
বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের জন্য স্যার গারফিল্ড সোবার্স ট্রফির সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে আইসিসি। এই তালিকায় জায়গা পেয়েছেন ৪ জন ক্রিকেটার। তারা হলেন ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান জো রুট ও হ্যারি ব্রুক, ভারতের পেসার জাসপ্রীত বুমরাহ ও অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ট্রাভিস হেড।
হ্যারি ব্রুক (ইংল্যান্ড)
এবছর ১২ টি টেস্ট থেকে ১১০০ রান করেছেন হ্যারি ব্রুক। গড় ৫৫, সর্বোচ্চ রান ৩১৭। ২২ বছর বয়সী হ্যারি ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ জয়ে অবদান রেখেছিলেন। ডানহাতি এই ব্যাটার নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করেছেন।
জো রুট (ইংল্যান্ড)
১৭ টেস্টে ৫৫.৫৭ গড়ে ১৫৫৬ রান করেছেন জো রুট। তার সর্বোচ্চ রান ২৬২। টেস্ট ব্যাটার হিসেবে ২০২৪ সালে নতুন উচ্চতায় আরোহণ করেন ইংলিশ এই ব্যাটার। ইংল্যান্ডের অভিজ্ঞ এই খেলোয়াড় তার ক্যারিয়ারে পঞ্চমবারের মতো এক ক্যালেন্ডার বছরে ১০০০-এর বেশি টেস্ট রান করেন। এবছর টেস্টে সবচেয়ে বেশি ৬ টি সেঞ্চুরি করেন। টেস্ট ব্যাটার র্যাংকিংয়েও উঠেছেন ১ নাম্বারে।
ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)
৯ টেস্টে ট্রাভিস হেডের রান ৪০.৫৩ গড়ে ৬০৮। সর্বোচ্চ রান ১৫২। ১৫ টি-টোয়েন্টিতে ১৭৮.৪৭ স্ট্রাইকরেটে রান ৫৩৯। ব্যাট হাতে এবছর অস্ট্রেলিয়ার তুরুপের তাস ছিলেন এই ব্যাটার। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় ও।
জাসপ্রীত বুমরাহ (ভারত)
১৩ টেস্টে ৭১ উইকেট শিকার করেছেন ভারতের এই পেসার। তার সেরা বোলিং ৪৫ রানে ৬ উইকেট। তাছাড়া ৮ টি-টোয়েন্টিতে মাত্র ৪.১৭ ইকোনমিতে নিয়েছেন ১৫ উইকেট। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার অন্যতম ভূমিকা রেখেছিলেন বুমরাহ।