ভারতকে এমসিজিতে হারিয়ে ফাইনালের পথে অস্ট্রেলিয়া
ভারতকে এমসিজিতে হারিয়ে ফাইনালের পথে অস্ট্রেলিয়া
ভারতকে এমসিজিতে হারিয়ে ফাইনালের পথে অস্ট্রেলিয়া
ভারতের জন্য কিছুটা দুর্ভাগ্যই বলা চলে। ড্রয়ের দিকে এগিয়ে চলা ম্যাচ অজি বোলারদের দাপটে শেষ পর্যন্ত হেরে বসলো ভারত। মেলবোর্ন টেস্ট জিততে হলে শেষদিনে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিলো ১০ উইকেট। অন্যদিকে ভারতের প্রয়োজন ছিলো তিনটা সেশন ব্যাটিং করে পার করে দেয়া। তবে শেষ পর্যন্ত ১৫৫ রানে অলআউট হয়েছে ভারত। অস্ট্রেলিয়া জয় পেয়েছে ১৮৪ রানে।
মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে ভারতের জয়ের জন্য দরকার ছিল ৩৩৯ রান। তবে প্রথম সেশনেই ভারত হারিয়ে বসে ৩ উইকেট। রোহিত শর্মা, ভিরাট কোহলি, লোকেশ রাহুল সিঙ্গেল ডিজিটে আউট হলে ভারতের স্কোর দাড়ায় ৩৩ রানে ৩ উইকেট।
তারপর দ্বিতীয় সেশনে চতুর্থ উইকেটে জশস্বী জয়সওয়াল এবং রিশাব পান্ট ধাক্কা সামলানোর চেষ্টা করে। ৮৮ রানের জুটি ভেঙে ট্রাভিস হেডের কাছে পরাস্ত হন পান্ট। ৩০ রানে ফেরেন তিনি। অন্যপ্রান্তে ব্যাটিং চালিয়ে যেতে থাকেন ওপনার জয়সওয়াল।
তবে অজি বোলারদের দাপটে একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। জয়সওয়াল আর পান্ট ছাড়া কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের রান। ৮৪ রানে প্যাট কামিন্সের শিকার হন এই ওপেনার। ৩৪ রানে শেষ ৬ উইকেট হারিয়েছে ভারত। মাত্র ১৫৫ রানেই গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস।
দ্বিতীয় ইনিংসে অজিদের পক্ষে ৩ টি করে উইকেট পান প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড। ২ টি উইকেট পান নাথান লায়ন। ম্যাচ সেরা হন প্যাট কামিন্স।
এই টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। অন্যদিকে পথটা এখন অনেক বেশী কঠিন ভারতের জন্য।