
পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বুধবার ইউটিউবে এক ভিডিওতে বলেন মিসবাহ উল হক পাকিস্তানের প্রধান কোচের চাকরি হারাচ্ছেন। তার চেয়ারে বসতে চলেছেন সাবেক জিম্বাবুয়ের ক্রিকেটার, মুলতান সুলতান্সের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।
শোয়েব আখতার দাবি করেন ২০২১ সালের পিএসএলের পরেই দায়িত্ব নেবেন অ্যান্ডি ফ্লাওয়ার। এবং এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে।
‘আমি আপনাদের বলছি যে, মিসবাহকে সরিয়ে দেবার সিদ্ধান্ত হয়ে গেছে। অ্যান্ডি ফ্লাওয়ারকে আনার সিদ্ধান্তও পাশ হয়ে গেছে। অ্যান্ডি ফ্লাওয়ার এই সময়ে দায়িত্ব নিচ্ছে না কারণ সে এখন মুলতান সুলতান্সের কোচ। সে চাচ্ছে এবছরের পাওনা সে পেয়ে যাক, তারপর দায়িত্ব নিবে সে।’
‘পাকিস্তান ক্রিকেট কমিটির কথা শুনবেন না। তাদের কথার কোন মূল্য নেই। কমিটি বলছে মিসবাহকে সুযোগ দেওয়া হবে, কোন সুযোগ দেওয়া হবে না, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মাঝে অন্য স্টাফ যারা আছে তারা বিপদে আছে। ওয়াকার ভাই (ওয়াকার ইউনুস) চাকরি বচাতে এদিক ওদিক ছুটছে।’
‘ওয়াকার ইউনুস ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। সে মিসবাহর নিচে কাজ করছে! তার মিসবাহর অধীনে কাজ করা উচিত নয়।’
তিনি বলেন অ্যান্ডি ফ্লাওয়ার তার পছন্দের স্টাফ টিম নিয়ে আসবে।
‘অ্যান্ডি ফ্লাওয়ার তার নিজের টিম নিয়ে আসবে। কোচের পছন্দের ৫-৬ জনকে নিয়ে অ্যান্ডি ফ্লাওয়ার চলবে না। সে নিজের মেডিকেল প্যানেল নিয়ে আসবে। পিসিবির এখন যে মেডিকেল টিম আছে তা সবচেয়ে বাজে।’