
আইসিসির সর্বশেষ হালানাগাদকৃত টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ম। ২০ বছর ধরে টেস্ট খেলা বাংলাদেশ পেছনে পড়েছে ২০১৮ সালে টেস্ট আঙিনায় পা রাখা আফগানিস্তানেরও। তবে এ নিয়ে খুব একটা চিন্তিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
তার মতে করোনা প্রভাবে বেশি কিছু টেস্ট ম্যাচ হাতছাড়া হওয়াতেই পিছিয়ে পড়তে হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটের মত টেস্টেও যত বেশি খেলার সুযোগ পাবে তত বেশি উন্নতি সম্ভব টাইগারদের। এমনটাই মনে করেন আকরাম খান।
🇳🇿 NEW ZEALAND ARE NO.1️⃣🎉
Victory over Pakistan has sent Kane Williamson’s side to the 🔝 of the @MRFWorldwide ICC Test Team Rankings!
They have achieved the feat for the first time in rankings history 👏 pic.twitter.com/8lKm6HebtO
— ICC (@ICC) January 6, 2021
আজ (৬ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে মিস করেছি অনেকগুলা টেস্ট। তো বাংলাদেশ এখন যে পর্যায়ে আছে আমরা আসলে যত বেশি খেলতে পারব তত উন্নতি করব। আমরা ওয়ানডেতে, টি-টোয়েন্টিতে বেশি খেলার পর দেখেন একটা পর্যায়ে আসছি। তো টেস্ট আমরা ওরকম চাচ্ছি ইনশাআল্লাহ।’
‘আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে বেশি করে টেস্ট খেলা। তো সেই সুযোগটা আমাদের কিছুটা হাতছাড়া হয়েছে। চেষ্টা করছি সেগুলো ফিরিয়ে এনে খেলার। একটাই জিনিস আমি বিশ্বাস করি যতগুলো আমরা টেস্ট ম্যাচ আমরা খেলতে পারব তত উন্নতি করব।’
র্যাংকিং ভাবনার চাইতে বেশি বেশি টেস্ট খেলার প্রয়োজনীয়তা উল্লেখ করে আকরাম খান আরও যোগ করেন, ‘হয়তো র্যাংকিংটা অনেক ক্ষেত্রে অনেক ভ্যালু করা হয় আবার অনেক ক্ষেত্রে ওত গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জন্য ম্যাচ খেলাটা জরুরি। সো আমরা যেহেতু টেস্ট খেলতে পারি নাই তো আমাদের র্যাংকিং তো নিচে নামবেই।’