
জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে অধিনায়কোচিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শান্তর ব্যাটে চড়ে রাজশাহী ৬ উইকেটে হারিয়েছে জেমকন খুলনাকে। ওপেনিংয়ে নেমে ৩৪ বলে ৬টি চার এবং ২টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৫৫ রান করেন শান্ত।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের ইনিংসের চেয়ে দলের খেলোয়াড়দের অবদানকে বিশেষভাবে উল্লেখ করেছেন অধিনায়ক শান্ত।
‘দলের জয়ে অবশ্যই খুশি হয়েছি। শেষ দুটি ম্যাচে খেলোয়াড়রা যেভাবে খেলেছে, তাতে আমি খুবই খুশি। বোলাররা অসাধারণ বল করেছে। বিশেষ করে এবাদত নতুন বলে দুর্দান্ত বল করেছে। অন্যদিকে আরাফাত সানি, মেহেদী এবং সবাই বেশ ভালো বল করেছে।’
দলের পরিকল্পনাকে ইতিবাচকভাবে কাজে লাগিয়েছেন বলেই দলের জয় এসেছে, এমনটাই জানালেন শান্ত।
‘আমি মনে করি এটাই আমাদের দলীয় পরিকল্পনা ছিল। খেলোয়াড়রা সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়েছে। আমি মনে করি আজকের উইকেট কিছুটা আলাদা ছিল। আজকে উইকেটে কিছুটা আদ্রতা ছিল বলেও আমি মনে করি। যদি আমি টস জিততাম তাহলে অবশ্যই বোলিং নিতাম। সৌভাগ্যবশত টসে হেরেও আমি সেই সুযোগটা পেয়েছি। তাই শুরুতে বল করতে পেরে আমরা দারুণ খুশি।’