Image

তাসকিন আইনি নোটিশ পাঠালেন দুই গণমাধ্যমকে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তাসকিন আইনি নোটিশ পাঠালেন দুই গণমাধ্যমকে

তাসকিন আইনি নোটিশ পাঠালেন দুই গণমাধ্যমকে

তাসকিন আইনি নোটিশ পাঠালেন দুই গণমাধ্যমকে

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সুপার এইটে ওঠা, সেমিফাইনালে যাবার সমীকরণ না মেলানোর চেয়েও বড় ইস্যু হয়ে ওঠে তাসকিন আহমেদের টিম বাস মিস করা। বিশ্বকাপ শেষে দেশী-বিদেশী একাধিক গণমাধ্যমে তাসকিনের টিম বাস মিস করা, তার নেপথ্যের কারণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। 

তবে দুটি গণমাধ্যম এই ইস্যুতে প্রতিবেদন করে বিপাকে পড়েছে। তাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন গতিতারকা তাসকিন। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক ছিলেন তাসকিন আহমেদ। তাঁর পক্ষে দুই গণমাধ্যমকে ভিন্ন দুইটি আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব। 

দৈনিক পত্রিকা সমকালকে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে সম্পাদক আলমগীর হোসেন, প্রকাশক আবুল কালাম আজাদ ও প্রতিবেদক সেকান্দার আলীর নাম। 'তাসকিনের ঘুম এবং বমিকাণ্ড' শিরোনামে গত ৩ জুলাই প্রতিবেদন প্রকাশ করেছিল সমকাল। 

তাসকিন আহমেদ তাঁর আইনজীবীর মাধ্যমে দাবি করেছেন সংবাদটি মানহানিকর এওং মিথ্যা। আগামী ৭ দিনের মধ্যে এই ইস্যুতে ক্ষমা চেয়ে একটি সংবাদ প্রকাশ করতে হবে সমকালকে, তেমনটি না হলে আইনি পদক্ষেপের সাথে চাওয়া হবে ক্ষতিপূরণ। 

একাত্তর টেলিভিশনের খেলাযোগকে পাঠানো আইনি নোটিশে একাত্তর মিডিয়া লিমিটেড, জেনারেল ম্যানেজার, হেড অব অপারেশন্স এটিএম নজরুল ইসলাম, সিনিয়র নিউজ এডিটর আরিফুর রহমান ও প্রতিবেদক পার্থ বনিকের নাম উল্লেখ করা হয়েছে। 

সমকালের মত খেলাযোগকেও ৭ দিনের মধ্যে ক্ষমা চেয়ে একটি সংবাদ প্রকাশ করতে হবে। নাহলে একই রকম আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে যাবেন তাসকিন আহমেদ ও তাঁর আইনজীবী।  

Details Bottom