জাওয়াদের ব্যাটে দাপট, নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জাওয়াদের ব্যাটে দাপট, নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

জাওয়াদের ব্যাটে দাপট, নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

জাওয়াদের ব্যাটে দাপট, নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

দুবাইয়ের মাঠে আরেকটি আত্মবিশ্বাসী পারফরম্যান্সে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের শক্ত অবস্থানের বার্তা দিল বাংলাদেশ। ব্যাটে-বলে সমান দাপট দেখিয়ে নেপালকে সহজেই হারিয়েছে যুবারা, ফলে শিরোপা ধরে রাখার মিশনে টানা দ্বিতীয় জয় তুলে নিল লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার অনুষ্ঠিত ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে পরাজিত করে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নেপাল থামে মাত্র ১৩০ রানে। সেই লক্ষ্য ২৪.৫ ওভারেই টপকে যায় বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার ছিলেন জয়ের নায়ক ৬৭ বল খেলে অপরাজিত ৭০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি।

এর আগে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। মোহাম্মদ সবুজ ও সাদ ইসলামদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষ ৩১.১ ওভারেই গুটিয়ে যায়। সবুজ একাই নেন তিনটি উইকেট। সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম প্রত্যেকে শিকার করেন দুটি করে উইকেট।

সহজ লক্ষ্য তাড়ায় শুরুতে রিফাত বেগ ও আজিজুল হাকিম দ্রুত ফিরলেও বিপর্যয় হতে দেননি জাওয়াদ। কালাম সিদ্দিকি এলিনকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ে ইনিংস সামাল দেন তিনি। এলিন ৬৬ বলে ৩৪ রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রেখে ম্যাচ শেষ পর্যন্ত নিয়ে যান জাওয়াদ। শেষ দিকে রিজান হাসান ঝোড়ো ব্যাটিংয়ে চার-ছক্কা মেরে জয় নিশ্চিত করেন।

এর আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও জয় পেয়েছিল বাংলাদেশ, যেখানে জাওয়াদ করেছিলেন দলের সর্বোচ্চ ৯৬ রান। দুই ম্যাচে দুই জয়ে গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালে ওঠার দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে গত দুই আসরের চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজিজুল হাকিম তামিমের দল মুখোমুখি হবে শ্রীলঙ্কার।