করপোরেট ক্রিকেট কার্নিভালে শুক্রবার মাঠে নামছে ওয়ালটন
-
1
জ্যামের কারণে খেলা দেখতে মাঠে পৌছাতে পারেননি আসিফ মাহমুদ
-
2
লর্ডসের স্মৃতি মনে করিয়ে মুশফিককে সাকিবের শুভেচ্ছা
-
3
মিরপুরে ইতিহাস ছুঁয়ে আবেগাপ্লুত মুশফিক: দাদা-দাদী ও নানা-নানীকে উৎসর্গ সেঞ্চুরি
-
4
দ্বিতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ, ফলো অনের শঙ্কায় আয়ারল্যান্ড
-
5
মিরপুরে রেকর্ডের বন্যা: আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করে ইতিহাস গড়ল বাংলাদেশ
করপোরেট ক্রিকেট কার্নিভালে শুক্রবার মাঠে নামছে ওয়ালটন
করপোরেট ক্রিকেট কার্নিভালে শুক্রবার মাঠে নামছে ওয়ালটন
ফুটবলের পর এবার করপোরেট জগতের বড় ক্রিকেট টুর্নামেন্ট খেলতে যাচ্ছে অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। ‘বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫’ টুর্নামেন্টে দেশের নামকরা ১৬টি করপোরেট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। শুক্র ও শনিবার (২১ ও ২২ নভেম্বর) বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রথম দিনে রাউন্ড সিক্সটিনের খেলায় ওয়ালটনের প্রতিপক্ষ অনলাইন টিকেট বিক্রয়কারী প্রতিষ্ঠান সহজ। বিকাল ৩:৩০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
নকআউট পর্বে রাউন্ড সিক্সটিনের খেলায় দলগুলো একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল পার হয়ে ফাইনালে খেলতে পারবে। টেপ টেনিস বলে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হবে ৬ ওভারের। প্রতিটি দলে ৯ জন করে খেলার সুযোগ পাবে। মোট ৫ জন ক্রিকেটার বল করতে পারবে। তাদের মধ্যে একজন ২ ওভার বাকিরা ১ ওভার করে বোলিংয়ের সুযোগ পাবে।
এর আগে মাসে ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’ এর প্লেট চ্যাম্পিয়ান হয়েছিলো ওয়ালটন। এবার ’বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫’ টুর্নামেন্টেও চ্যাম্পিয়ান হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ওয়ালটন করপোরেট ক্রিকেট টিম।
ওয়ালটন করপোরেট ক্রিকেট টিমের চিফ অ্যাডভাইজার হিসেবে আছেন মো. নজরুল ইসলাম সরকার, অ্যাডভাইজার শাহজালাল হোসেন লিমন এবং টিম ম্যানেজার জোহেব আহমেদ। টিম ওয়ালটনের ১১ সদস্য হলেন: আব্দুল্লাহ আল মামুন (অধিনায়ক), মো. সাজ্জাদ হোসেন (উইকেটরক্ষক), মিলটন, রনভী, সাহেল, নাজেল, নিক্সন, রফিক, রকিব, জহিরুল এবং রাকিব।
টিম অ্যাডভাইজার শাহজালাল হোসেন লিমন বলেন, "ওয়ালটন একটি ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান। শুরু থেকে দেশ-বিদেশের বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। পাশাপাশি ওয়ালটনের এমপ্লয়ীদের নিয়ে গঠিত করপোরেট টিম ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়ে দারুণ সাফল্য বয়ে আনছে। এরই ধারাবাহিকতায় ‘’বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫’ এ অংশ নিচ্ছি আমরা।"
টিম ম্যানেজার জোহেব আহমেদ বলেন, "খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা করে। কর্মক্ষেত্রে পারফরমেন্স আরো বাড়িয়ে দেয়। এ ধরনের টুর্নামেন্টের আয়োজন ও অংশগ্রহণ তাই করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত এমপ্লয়ীদের জন্য দারুণ সুযোগ ও সম্মানের। করপোরেট জগতের মহা কর্মব্যস্ত সময়ের মাঝে খানিকটা বিরতি নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে আমরা মুখিয়ে আছি। আমাদের দলের প্রতিটি সদস্য টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী। আশা করছি খুব সুন্দর ও উপভোগ্য একটি ক্রিকেট টুর্নামেন্ট হবে।"
