ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
ধর্মশালায় চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের কাছে সাত উইকেটে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। রোববারের এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ভারত।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। সিদ্ধান্তটি পুরোপুরি কাজে লাগায় ভারতীয় বোলাররা। শুরুতেই ছন্দ হারায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। নির্ধারিত ২০ ওভারে তারা গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে। প্রথম ওভারেই রিজা হেনড্রিকসকে শূন্য রানে ফেরান আর্শদীপ সিং। এরপর হার্শিত রানা তুলে নেন কুইন্টন ডি ককের উইকেট।
মিডলস ওভারে ভরুণ চক্রবর্তী ফেরান ডোনোভান ফেরেইরা (২০) ও মার্কো ইয়ানসেনকে। শেষ ওভারে কুলদীপ যাদব একের পর এক উইকেট তুলে নিয়ে নর্টজে (১২) ও বার্টম্যানকে বিদায় করে ইনিংসের ইতি টানেন। হার্দিক পান্ডিয়া ট্রিস্টান স্টাবসকে (৯) আউট করে পূর্ণ করেন নিজের ১০০তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক উইকেট।
সহজ লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। ওপেনার অভিষেক শর্মা ১৮ বলে ৩৫ রান করে দ্রুত ভিত গড়ে দেন। তার ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। শুবমান গিল খেলেন ২৮ বলে ২৮ রানের দায়িত্বশীল ইনিংস। পরে তিলক ভার্মা (২৫*) ও শিবম দুবে (১০*) অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। দুবের ব্যাট থেকেই আসে ম্যাচ জয়ের বাউন্ডারি। ১৫.৫ ওভারেই ৩ উইকেটে ১২০ রান তুলে নেয় ভারত।
