নিউজিল্যান্ডের দাপট, দুই উইকেট হারিয়ে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বিগ ব্যাশে রিশাদের দল হোবার্ট হারিকেনসের ম্যাচের সময় সূচি
-
2
জো রুটের শতক মুক্ত করল হেইডেন পরিবারের অস্বস্তি
-
3
যুক্তরাজ্যে ন্যাশনাল ক্রিকেট লিগের বার্ষিক অ্যাওয়ার্ডস বাংলাদেশি কমিউনিটির ক্লাবগুলোর দারুণ সাফল্য
-
4
নিউজিল্যান্ডের দিনে টিকনার ঝলক, তবে ইনজুরিতে মাঠ ছাড়লেন তিনি
-
5
অ্যাশেজে ফেরাটাই সুখবর, কামিন্সের নেতৃত্বে এগোচ্ছে অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ডের দাপট, দুই উইকেট হারিয়ে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ
নিউজিল্যান্ডের দাপট, দুই উইকেট হারিয়ে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ
ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনেও দাপট ধরে রেখেছে নিউজিল্যান্ড। বোলারদের উজ্জ্বল পারফরম্যান্স সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজকে ৭৩ রানের লিড দিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। দিন শেষে ব্যাট হাতে নেমে ক্যারিবীয়রা দুই উইকেট হারিয়ে এখনও ৪১ রানে পিছিয়ে আছে।
দিনের শুরু থেকে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের ধারালো বোলিংয়ে নিয়মিতই চাপে ছিল নিউজিল্যান্ড। তবে অভিজ্ঞ ডেভন কনওয়ে (৬০) ও অভিষিক্ত মিচেল হের (৬১) দুইটি অর্ধশতকই দলকে নিরাপদ লিড এনে দেয়।
সুইং আর মুভমেন্টে কেমার রোচ, জেডেন সিলস, ওজে শিল্ডস ও অ্যান্ডারসন ফিলিপ বারবার ব্যাটারদের পরীক্ষা নিলেও কনওয়ে সুধারিয়েছে প্রায় সব ঢিলে বল। টম ল্যাথাম (১১), কেন উইলিয়ামসন (৩৭) ও রাচিন রবীন্দ্র (৫) দ্রুত ফিরে গেলে চাপ বাড়ে। কনওয়ে নিজেও লেগ সাইডে দুর্বল ডেলিভারি খেলতে গিয়ে দুর্দান্ত ডাইভিং ক্যাচে আউট হন।
এরপর ড্যারিল মিচেল (২৫) ও মিচেল হে'র ৭৩ রানের জুটি নিউজিল্যান্ডকে এগিয়ে নেয়। মিচেল সঙ্গতিপূর্ণ ব্যাট করলেও হে খেলেছেন আরও আক্রমণাত্মক ইনিংস। তবে শর্ট বলে বাউন্ডারির পরই শিল্ডসের ডেলিভারিতে ভুল শটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
গ্লেন ফিলিপস (১৮) শর্ট বল সামলাতে গিয়ে অবশেষে রস্টন চেজের প্রথম স্পিন ওভারে আউট হন। এরপর জ্যাক ফোল্কস (২৩*) ও জেকব ডাফি মূল্যবান রান যোগ করেন। ডেবিউ করা মাইকেল রে ওভারথ্রোতে চার পেয়ে ক্যারিয়ার শুরু করেন ৫ রান দিয়ে এবং ১৩ রানে বোল্ড হন।
মাত্র ১০ ওভারেই ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে নিউজিল্যান্ড।জন ক্যাম্পবেলকে মাইকেল রে বল্ড করেন। নাইটওয়াচম্যান অ্যান্ডারসন ফিলিপকে ডাফি ফেরান। শেষ পর্যন্ত ব্র্যান্ডন কিং (১৫*) ও কেভেম হজ (৩*) আর কোনো বিপদ হতে দেননি। তবে হাতে ৮ উইকেট থাকলেও এখনও ৪১ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
