অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং

অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং

অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং

অ্যাশেজের তৃতীয় টেস্টে অ্যাডিলেডে ইংল্যান্ড একাদশে একমাত্র পরিবর্তন এনেছে। গাস অ্যাটকিনসনকে বাইরে রেখে জোশ টংকে দলে যুক্ত করেছে তারা। যদিও অ্যাডিলেডের পিচ স্পিন-বান্ধব তাই ধারনা করা হচ্ছিলো ইংল্যান্ডের একাদশে থাকতে পারেন শোয়াইব বশির। তবে দলে টাংকে যুক্তি করে স্পিনের চেয়ে পেস-ভিত্তিক বোলিংয়ের উপর জোর দেওয়ার ইঙ্গিত ই দিচ্ছে ইংলিশরা।

অ্যাশেজে অস্ট্রলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে ইংল্যান্ড। ২৮ বছর বয়সী জোশ টং ইংল্যান্ডের হয়ে সাতটি টেস্ট খেলেছেন এবং সিরিজে ভারতের বিপক্ষে তিন ম্যাচে ১৯ উইকেট নিয়ে দলের শীর্ষ উইকেট সংগ্রাহক ছিলেন। বিশেষ করে টাং ইংল্যান্ডকে অজিদের টেল-এন্ডকে আউট করতে সাহায্য করতে পারেন, যা গত টেস্টে ব্যর্থ হয়েছিল।

২০২৩ সালে ইংল্যান্ডের টেস্ট দলে অভিষেক হলেও নিয়মিত খেলার সুযোগ খুব বেশি পাননি জশ টাং। তবে যে কয়টি ম্যাচে খেলেছেন, সেখানে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। এখন পর্যন্ত ছয়টি টেস্টে মাঠে নেমে তুলে নিয়েছেন ৩১টি মূল্যবান উইকেট যা তার পেস বোলিং দক্ষতার ইঙ্গিত দেয়।

এই পরিসংখ্যানই প্রমাণ করে, গুরুত্বপূর্ণ মুহূর্তে জশ টাং দলের জন্য কতটা কার্যকর হতে পারেন। আর ঠিক সেই কারণেই সিরিজের ডু-অর-ডাই ম্যাচে আবারও তার উপর আস্থা রেখেছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। দলের বোলিং আক্রমণে ধার বাড়াতে এবং প্রতিপক্ষের বিপক্ষে জয়ের আশায় মাঠে নামানো হচ্ছে এই প্রতিভাবান পেসারকে।  

 ইংল্যান্ডের একাদশ:
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, জশ টাং