আইপিএল ২০২৬ নিলামের চূড়ান্ত তালিকায় ৭ বাংলাদেশি
৯৭ প্রতিবেদক: শিহাব আহসান খান
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 44 সেকেন্ড আগে-
1
আইপিএল ২০২৬ নিলামের চূড়ান্ত তালিকায় ৭ বাংলাদেশি
-
2
রংপুরের স্বপ্নপথ, সিলেটের অঙ্কভাঙা এবং এনসিএলের শেষদিনের রুদ্ধশ্বাস অপেক্ষা
-
3
বিপিএলে এবার ধারাভাষ্য দেবে আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা
-
4
রেজিস্ট্রেশন করলেও আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় নেই সাকিব
-
5
স্টার্ক-নেসার ঝড়ে ইংল্যান্ড বিধ্বস্ত, অ্যাশেজে অস্ট্রেলিয়ার ২-০ লিড
আইপিএল ২০২৬ নিলামের চূড়ান্ত তালিকায় ৭ বাংলাদেশি
আইপিএল ২০২৬ নিলামের চূড়ান্ত তালিকায় ৭ বাংলাদেশি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ সালের নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় সর্বমোট ৩৫০ জন ক্রিকেটারের নাম আছে, বাংলাদেশ থেকে আছেন ৭ জন।
আবু ধাবিতে আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত আইপিএল নিলাম। ১৩৯০ জন ক্রিকেটার নিলামের জন্য রেজিস্ট্রেশন করলেও ৩৫০ জন চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন। যেখানে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি। ২২৪ জন আনক্যাপড ভারতীয়র সাথে ১৪ জন বিদেশী আনক্যাপড ক্রিকেটার আছেন।
এই ৩৫০ জন ক্রিকেটারের মধ্যে ৭৭ জন দল পাবেন, ৩১ জন বিদেশির স্লট বাকি আছে।
সর্বোচ্চ ২ কোটি ভারতীয় রুপির ভিত্তিমূল্যে আছেন ৪০ জন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় ৩ টায় নিলাম অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ থেকে আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় যারা আছেন-
১. মুস্তাফিজুর রহমান (ফাস্ট বোলার সেট ২)- ২ কোটি রুপি
২. রিশাদ হোসেন (স্পিন বোলার সেট ২)- ৭৫ লাখ রুপি
৩. তাসকিন আহমেদ (ফাস্ট বোলার সেট ৩)- ৭৫ লাখ রুপি
৪. তানজিম হাসান সাকিব (ফাস্ট বোলার সেট ৪)- ৭৫ লাখ রুপি
৫. নাহিদ রানা (ফাস্ট বোলার সেট ৪)- ৭৫ লাখ রুপি
৬. রাকিবুল হাসান (আনক্যাপড স্পিনার সেট ৪)- ৩০ লাখ রুপি
৭. শরিফুল ইসলাম (ফাস্ট বোলার সেট ৫)- ৭৫ লাখ রুপি।
