সিপিএলে জয় পেয়েছে সাকিবের দল তবে পারফরম্যান্সে ব্যর্থ সাকিব
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সিপিএলে জয় পেয়েছে সাকিবের দল তবে পারফরম্যান্সে ব্যর্থ সাকিব
সিপিএলে জয় পেয়েছে সাকিবের দল তবে পারফরম্যান্সে ব্যর্থ সাকিব
ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডস রয়্যালসকে ৪ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। বার্বাডসের দেয়া ১৮৮ রানের লক্ষ্য শেষ বলে তাড়া করে জয় ছিনিয়ে নেয় সাকিবরা।
টস হেরে প্রথমে ফিল্ডিং বেছে নেয় সাকিবদের দল অ্যান্টিগা। ব্যাট করতে নেমে দারুন শুরু করে বার্বাডোস। উদ্বোধনী জুটি থেকে আসে ৯১ রান। সাকিব এদিন ৪ ওভারের বোলিং কোটা পূর্ন করতে পারেননি। বল করেছেন ৩ ওভার, খরচা করেছেন ৩৩ রান। দেখা পাননি কোনো উইকেটের।
ব্রান্ডং কিংয়ের অপরাজিত ৯৮ রানের সুবাদে সাকিবদের বিপক্ষে ৪ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে বার্বাডোস। অ্যান্টিগার পক্ষে বোলিংয়ে ২ উইকেট নেন সালমান ইরশাদ।
লক্ষ্য তাড়া করতে নামার পর অ্যান্টিগার শুরুর উইকেট থেকে আসে ৪৫ রান। ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১০ রান তুলে ফেলে সাকিবের দল।
চতুর্থ উইকেটে ব্যাটিংয়ে নামেন সাকিব। তবে মাত্র ১২ বলে ১৫ রান করে শেরফেন রাদারফোর্ডের হাতে ক্যাচ তুলে আউট হন তিনি। তার ইনিংসে ছিলো ১ টি চার ও ১ টি ছক্কা। স্ট্রাইকরেট মাত্র ১২৫।
তবে আন্দ্রেস গাউসের ৫৩ রানে ৮৫ রানের ইনিংসে শেষ বলে জয় পায় অ্যান্টিগা। দল জিতলেও ব্যাট,বল দুই দিকের পারফরম্যান্সেই হতাশ করেছেন সাকিব।