Image

উদ্বোধন হল স্টামফোর্ড ইউনিভার্সিটির ইন্ট্রা ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 মাস আগেআপডেট: 2 ঘন্টা আগে
উদ্বোধন হল স্টামফোর্ড ইউনিভার্সিটির ইন্ট্রা ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪

উদ্বোধন হল স্টামফোর্ড ইউনিভার্সিটির ইন্ট্রা ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪

উদ্বোধন হল স্টামফোর্ড ইউনিভার্সিটির ইন্ট্রা ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪

শনিবার (২৩ নভেম্বর) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ  স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত "ইন্ট্রা ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪" এর উদ্বোধন করা হয়েছে।  

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান। তিনি ট্রফি ও বলের মোড়ক উন্মোচন করে উদ্বোধন ঘোষণা করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের কনভেনর মো. গোলাম রব্বানী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া, রেজিস্টার মোঃ আব্দুল মতিন, ট্রেজারার অধ্যাপক ড. জিয়াউল হাসান, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, পরিবেশ বিজ্ঞান বিভাগের ডিন প্রফেসর ড.আহমেদ কামরুজ্জামান মজুমদার, পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদা পারভীন, প্রকোশলী বিভাগের চেয়ারম্যান ফারহানা চৌধুরী সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ।

উপস্থিত ছিলেন স্পোর্টস ক্লাবের কো-অর্ডিনেটর তৌহিদুল ইসলাম লিমন সহ সকল সদস্যবৃন্দ। 

উল্লেখ্য, এই টুর্নামেন্টে মোট ১২টি বিভাগের থেকে ১৬টি দল অংশগ্রহন করবে। আগামী ৩০শে নভেম্বর ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করা হবে। 

Details Bottom