Image

নিউজিল্যান্ডকে রীতিমত উড়িয়ে দিল আফগানিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নিউজিল্যান্ডকে রীতিমত উড়িয়ে দিল আফগানিস্তান

নিউজিল্যান্ডকে রীতিমত উড়িয়ে দিল আফগানিস্তান

নিউজিল্যান্ডকে রীতিমত উড়িয়ে দিল আফগানিস্তান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ রীতিমত যেন উড়ছে আফগানিস্তান। ১ম ম্যাচে উগান্ডাকে ১২৫ রানে ধ্বসিয়ে দিয়ে ২য় ম্যাচে নিউজিল্যান্ডকে ৮৪ রানে বিদ্ধস্ত করেছে আফগানিস্তান। বোলিং বরাবরই আফগানিস্তানের শক্তির জায়গা, চলতি বিশ্বকাপে তা ক্রিকেটবিশ্বকে নতুন করে দেখাচ্ছে আফগানরা। 

শনিবার গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আফগানিস্তান আগে ব্যাট করতে নেমে ১৫৯ রানের পুঁজি পায়। লক্ষ্য তাড়া করতে গিয়ে ৭৫ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ফলে আফগানিস্তান কিউইদের বিপক্ষে জয় পায় ৮৪ রানের বিশাল ব্যাবধানে।

 

আফগানিস্তানের দেয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগান বোলারদের কাছে পাত্তাই পায়নি নিউজিল্যান্ড। ইনিংসের ১ম বলেই ফজল হক ফারুফির শিকার হন ফিন অ্যালেন। দলীয় ১৮ রানে আবারো ফারুকির বলে ইব্রাহিম জাদরানের হতে ক্যাচ গিয়ে প্যাভিলিয়নে ফিরে যান আরেক কিউই ওপেনার ডেভন কনওয়ে। 

১০ রান যোগ করতে আবারো কিউই শিবিরে ফারুকির হানা, এবার তার শিকার ড্যারিল মিচেল। পাওয়ার প্লে তে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড।

বার বার দলকে খাদের কিনারা থেকে তুলে আনা অধিনায়ক কেন উইলিয়ামসন ও এদিন অসহায় আত্মসমর্পণ করেছে রাশিদ খানের কাছে। ফিরে যাওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৯ রান। 

ফারুকি, রাশিদদের সামনে কোনো প্রতিরোধ ই গড়ে তুলতে পারেনি কিউই ব্যাটাররা। তাসের ঘরের মত ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৮ রান করে নবীর শিকার হন গ্লেন ফিলিপস। 

তারপর ম্যাট হেনরি ছাড়া কেউ ই ২ অঙ্কের রান ছুতে পারেননি। একে একে মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল ও লকি ফার্গুসন ধরা দেয় রাশিদ খানের কাছে।

আফগানিস্তানের হয়ে ৪ টি করে উইকেট নেয় ফজল হক ফারুকি ও রাশিদ খান। ২ টি উইকেট নেন মোহাম্মদ নবী।

এদিকে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ১০৩ রানের জুটি করে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ৫ টি চার ও ৫ টি ছক্কার মাধ্যমে ৫৬ বলে ৮০ রানের উড়ন্ত ইনিংস খেলেন গুরবাজ। ইব্রাহিম জাদরান করেন ৪১ বলে ৪৪ রান। 

শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাই খেলেন ১৩ বলে ২২ রানের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে ২ টি করে উইকেট পায় ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি। ম্যানসেরা হন রহমানউল্লাহ গুরবাজ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three